মাধ্যম নিউজ ডেস্ক: করমণ্ডল ট্রেন (Coromandel Express) দুর্ঘটনা ঘটেছিল ওড়িশার বালেশ্বরের কাছে বাহানাগা রেল স্টেশনের পাশেই। এই রেল দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়েছে রেল কর্তৃপক্ষ। এই বড় রেল দুর্ঘটনা থেকে প্রশ্ন উঠেছে রেলের রুট রিলে ইন্টারলকিং সিস্টেম নিয়ে। এবার দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের সদর খড়্গপুর (Paschim Medinipur) স্টেশনে এসে এশিয়ার বৃহত্তম রুট রিলে ইন্টারলকিং পরিদর্শন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই সঙ্গে রেল মন্ত্রী ঘোষণা করলেন, আরও শক্তিশালী করা হবে খড়্গপুরের রুট রিলে ইন্টারলকিং সিস্টেমকে। রেল মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবং বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।
কী বললেন রেলমন্ত্রী
রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব খড়্গপুরে এসে রেলের অফিস থেকে সংবাদ মাধ্যমকে বলেন, খড়্গপুর (Paschim Medinipur) রেল স্টেশন হল এশিয়ার সব থেকে কমপ্লেক্স রেল স্টেশন। খুবই গুরুত্বপূর্ণ রেল স্টেশন হল এই খড়্গপুর। যেহেতু খুব বড় স্টেশন, তাই খুব সচেতন ভাবে এখানে কাজ করতে হয়। সুরক্ষা বিধি এবং আগামী পরিকল্পনার কথা মাথায় রেখে নানা বিষয়ে আলোচনা হয়েছে বলেন জানান তিনি। রেলমন্ত্রী আরও জানান, সকল দিক খতিয়ে দেখার জন্য খড়্গপুর রেল স্টেশনে এসেছেন তিনি। কীভাবে রেলকে খড়্গপুর শহরের সঙ্গে জুড়ে নতুন ভাবে উন্নয়ন করা যায়, সেই বিষয়েও রেলের আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, এই জংশনের ইন্টারলকিং ব্যবস্থা সব থেকে বৃহৎ ইন্টারলকিং ব্যবস্থা। আর তাই এর সঙ্গে যুক্ত সকল কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করে কাজ সম্পর্কে বিস্তৃত বিবরণ নেওয়া হয়েছে। রেলের যোগাযোগ ব্যবস্থা আরও সচল, নিরাপদ এবং সুরক্ষিত হওয়াটা একান্ত প্রয়োজনীয়। আর তাই রেল বিভাগ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours