BJP Murder: দিনহাটায় বাড়িতে ঢুকে মায়ের সামনেই বিজেপি নেতাকে গুলি করে খুন!

ফের প্রশ্নের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা...
modi(12)
modi(12)

মাধ্যম নিউজ ডেস্ক: ভর দুপুরে বাড়িতে ঢুকে মায়ের সামনে গুলি করে খুন করা হল বিজেপি নেতাকে (BJP Murder)। ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটায়। নিহত বিজেপি নেতার নাম প্রশান্ত রায় বসুনিয়া। তিনি বিজেপির দিনহাটা-১ ব্লকের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। এই ঘটনায় সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। জানা গেছে, প্রশান্তর বাড়ি পুঁটিমারি পঞ্চায়েতের শিমুলতলায়। প্রসঙ্গত, গত মাসেই কালিয়াগঞ্জে পুলিশের ছোড়া গুলিতে খুন হন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় বর্মন। তারপর উত্তরবঙ্গে ফের খুন বিজেপি নেতা। এতে রাজ্যের আইনশৃঙ্খলার অবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপির কোচবিহার সাংগঠনিক জেলার সভাপতি সুকুমার রায় বলেন, ‘‘প্রশান্ত আমাদের দলের ২৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক ছিলেন। কোচবিহার জেলা জুড়ে শাসকদলের সন্ত্রাস নতুন কিছু নয়। মারধর, হত্যা বাড়ি ভাঙচুর, বিজেপি কর্মীদের এলাকাছাড়া করা- এসব প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।’’

কীভাবে ঘটল এই ঘটনা?

জানা গেছে, শুক্রবার বেলার দিকে বাড়িতে খাটে বসেছিলেন প্রশান্ত। ঘরের সামনে বারান্দা। বারান্দার গেট তখন খোলা ছিল। আচমকাই কয়েকজন যুবক ঘরে ঢুকে মায়ের সামনেই তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। গুলির শব্দে পরিবারের সদস্য এবং পাড়া-প্রতিবেশীরা ছুটে আসেন। ততক্ষণে চম্পট দেয় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় প্রশান্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে সেখানেই মৃত (BJP Murder) বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: কালীঘাটের কাকু গ্রেফতার হতেই শহরে ইডি প্রধান! বড় কোনও অপারেশনের প্রস্তুতি?

প্রশ্নের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা

রাজ্যে বিজেপি কর্মী হত্যার (BJP Murder) ঘটনা বেড়েই চলেছে। গত মাসে পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মী মৃত্যুঞ্জয় বর্মনকে বিনা অপরাধে খুন করার অভিযোগ ওঠে। পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে গাড়ি থেকে উদ্ধার হয় বিজেপি নেতার দেহ। এরপর আবার দিনহাটায় শুক্রবার ফের খুন করা হল বিজেপি নেতাকে। অর্থাৎ গত ১ মাসে খুন হলেন চার বিজেপি নেতা। প্রতি ক্ষেত্রেই অভিযুক্ত শাসক দল।

ট্যুইট শুভেন্দু অধিকারীর

 

তিনি লেখেন, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পুরোপুরি ব্যর্থ আইনশৃঙ্খলা রক্ষা করতে। এর দায় তাঁকে নিতেই হবে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles