মাধ্যম নিউজ ডেস্ক: কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (পিজি) এর পরীক্ষার দিন ঘোষণা করল ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন (UGC)। স্নাতোকোত্তরে ভর্তির প্রক্রিয়ার জন্য সাধারণ প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। যে পরীক্ষায় উত্তীর্ণ হলে দেশের যেকোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। কুয়েট (CUET PG 2022) পরীক্ষার দিনক্ষণ ট্যুইট করে জানিয়েছেন ইউজিসির চেয়্যারম্যান (UGC Chairman) এম জগদেশ কুমার (M Jagdesh Kumar)।
আরও পড়ুন: কুয়েট ইউজি ফেজ ২ -এর অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ, জানুন বিস্তারিত
Manash Gohain of Times of India writes: CUET-PG from Sept 1-11, over 3.5 lakh register for admissions to 66 Universities, BHU top draw. pic.twitter.com/w5SIOLLERZ
— Mamidala Jagadesh Kumar (@mamidala90) August 3, 2022
এম জগদেশ কুমার জানিয়েছেন, সেপ্টেম্বরের ১ থেকে ৭ তারিখ ও ৯ থেকে ১১ তারিখ এই প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে। তিনি আরও জানান, পরীক্ষার আয়োজনের ক্ষেত্রে শহর ভিত্তিক অগ্রিম তথ্য ও পরীক্ষার অ্যাডমিট কার্ড সম্পর্কে আগামী দিনে আরও বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
Common University Entrance Test CUET (PG) -2022 will be held from 1-7 Sep & 9-11 Sep. The dates of advance city intimation & release of admit card will be announced later on: M.Jagadesh Kumar, Chairman, University Grants Commission
— ANI (@ANI) August 2, 2022
(file photo) pic.twitter.com/XDUU81wepF
এদিকে কুয়েট স্নাতকস্তরের পরীক্ষার দিনক্ষণ ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪,৫,৬ অগাস্ট রয়েছে স্নাতকস্তরের প্রবেশিকা পরীক্ষা।
আরও পড়ুন: কুয়েট পরীক্ষায় বসছেন? জেনে নিন এই নিয়মগুলি
দেশের ১৬০ টি শহরে ২৪৭ টি পরীক্ষা কেন্দ্রে কুয়েট পরীক্ষা নেবে ইউজিসি। অ্যাডমিট ছাড়া কোনও পড়ুয়াকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। এজন্য কুয়েটের ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তার প্রিন্ট নিয়ে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে। ওই অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে পরীক্ষার কেন্দ্র এবং পরীক্ষার্থী সম্পর্কিত যাবতীয় তথ্য।
+ There are no comments
Add yours