5G Smartphones: স্থানীয় পরীক্ষা করে তবেই ভারতে ছাড়া হবে ৫জি স্মার্টফোন, নির্দেশ কেন্দ্রের

5G Smartphones In India: এর ফলে ভারতে ৫জি স্মার্টফোনের জোগান হ্রাস পেতে পারে বলে টেলিকম অপারেটররা সতর্ক করেছে...
iphone-12-5g
iphone-12-5g

মাধ্যম নিউজ ডেস্ক: এয়ারটেল (Airtel), রিলায়েন্স জিও (Reliance Jio) এবং ভি (Vi) সহ ভারতের প্রধান টেলিকম অপারেটররা সতর্ক করেছে যে ভারতে ৫জি স্মার্টফোনের (5G smartphone) জোগান হ্রাস পেতে পারে। কারণ, কেন্দ্রীয় সরকারের (Modi Government) নতুন নিয়ম, যেখানে বলা হয়েছে, ভারতে বাজারে আসার আগে যে কোনও ৫জি ডিভাইসকে বাধ্যতামূলক স্থানীয় পরীক্ষা এবং শংসাপত্র (local testing and certification) সংগ্রহ করতে হবে। 

এর অর্থ হল, যে সমস্ত নতুন 5G ফোন ভারতে লঞ্চ করা হবে, সেগুলিকে দেশে বিক্রি করার আগে একটি স্থানীয় পরীক্ষা এবং শংসাপত্র প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। বিদেশী যে সব ৫জি ফোন ভারতে লঞ্চ করা হবে তাদেরও প্রথমে সেই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। পরীক্ষায় পাশ করলে তবেই ভারতের বাজারে বিক্রি করা যাবে সেই ৫জি ফোন। এর ফলে আশঙ্কা করা হচ্ছে ভারতে ঘাটতি দেখা দিতে পারে ৫জি ফোনের ক্ষেত্রে।

কেন্দ্রের জারি করা নির্দেশে বলা হয়েছে, ভারত সরকারের তরফে জারি করা হয়েছে ৫ ধরনের টেস্টিং এবং সার্টিফিকেশন প্রক্রিয়া। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকেই ভারতে চালু হয়ে যাবে এই প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে ৫জি ফোনের বিভিন্ন ধরনের পরীক্ষা করা হবে। সেই পরীক্ষায় পাশ করলেই দেওয়া হবে সার্টিফিকেট। সেই সার্টিফিকেট পেলেই ভারতের বাজারে বিক্রি করা যাবে সেই 5G ফোন।

শুধু ফোনই নয়, এছাড়া স্মার্টওয়াচ (smartwatch), ক্যামেরা এবং অন্যান্য কয়েকটি ইলেকট্রনিক দ্রব্য ভারতে বিক্রি করার আগে তা স্থানীয় ভাবে পরীক্ষা করাতে হবে। এরপর তাদের দেওয়া হবে ভারতের ‘লোকাল টেস্টিং সার্টিফিকেট’। ছাড়পত্র হাতে পেলে তবেই ভারতের বাজারে বিক্রি করা যাবে সেই সকল জিনিস। বিভিন্ন টেলিকম কোম্পানি (Indian Telecos) জানিয়েছে যে এর ফলে ভারতে ৫জি পরিষেবা (5G service) কিছুটা হলেও থমকে যেতে পারে। একই সঙ্গে ভারতের বাজারে (Indian markets) ৫জি ফোনের ঘাটতি দেখা দিতে পারে।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles