মাধ্যম নিউজ ডেস্ক: ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল ঝাড়খন্ডে (Jharkhand)। সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী বাস পড়ে যায় নদীতে। এই দুর্ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি আহত হয়েছেন ৪৬ জন। ঘটনাটি ঝাড়খন্ডের হাজারিগে ঘটেছে বলে জানা যায়। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকার্যে নামে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীরা। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালেও ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর ট্যুইটে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পুলিশ সুপার মনোজ রতন চোথে জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি গিরিডি থেকে রাঁচি যাচ্ছিল। তখনই বাসটি হাজারিবাগের তাতিঝরিয়ার সিয়ানে নদীর সেতু থেকে বাসটি পড়ে যায়। ব্রিজের ওপরেই কোনোভাবে নিয়ন্ত্রণ হারান বাসচালক। তার জেরেই এই দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এরপর বাসটি সেতু থেকে নিচে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসে ৬০ জন যাত্রী ছিলেন বলেই জানা গিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, তাঁদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২ জন মহিলা রয়েছেন বলেই জানা গিয়েছে। তিনি আরও বলেন, “দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং আরও পাঁচজন আহত হয়ে মারা যান। বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।"
এক কর্মকর্তা জানান, বাসটি নদীর মাঝখানে পড়লে ক্ষয়ক্ষতি আরও বেশি হতে পারত। তবে এখনও তাদের উদ্ধারকার্য চলছে বলে জানিয়েছেন। দুর্ঘটনায় সামান্য আহত হওয়া যাত্রী মমতা সালুজা বলেছেন, "একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে রাঁচির রাতু এলাকার একটি গুরুদ্বারে যাচ্ছিলেন তাঁরা, বাসটিতে শিখ তীর্থযাত্রীরাও ছিলেন।"
এই দুর্ঘটনার পরেই রাষ্ট্রপতি দৌপদী মুর্মু ট্যুইটে লেখেন, "ঝাড়খণ্ডের হাজারিবাগে সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। এই দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি চাই সকল আহতরা শীঘ্র সুস্থ হয়ে উঠুক।"
প্রধানমন্ত্রী মোদি বলেন, "ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকাহত। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। প্রার্থনা করছি আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।"
রাজ্যপাল রমেশ বাইস এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সোরেন ট্যুইট করেছেন, "তাতিঝরিয়ায় সেতু থেকে একটি বাস পড়ে যাওয়ার ফলে মৃত্যুতে মর্মাহত। ঈশ্বর মৃতদের আত্মার শান্তি এবং শোকাহত পরিবারকে শক্তি দিন। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"
+ There are no comments
Add yours