মাধ্যম নিউজ ডেস্ক: আজই প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল (HS Result)। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় প্রকাশিত হল ফল। সকাল ১১টায় সংসদের তরফে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে প্রথম দশের তালিকা প্রকাশ করেন।
প্রথম (HS First) হয়েছেন কোচবিহার দিনহাটা সোনিনিদেবী জৈন স্কুলের ছাত্রী অদিশা দেবশর্মা। প্রাপ্ত নম্বর ৪৯৮। দ্বিতীয়স্থানে (HS Second) রয়েছেন পশ্চিম মেদিনীপুরের ছাত্র সায়নদীপ সামন্ত, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭। তৃতীয়স্থানে (HS Third) পাঠভবনের ছাত্র রোহিন সেন। প্রাপ্ত নম্বর ৪৯৬।
চতুর্থ স্থানে আছেন ৮ জন। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৫। পঞ্চম স্থানে ১১ জন আছেন, তাঁদের প্রত্যেকে নম্বর ৪৯৪। এছাড়াও, ষষ্ঠ স্থানে মোট রয়েছেন ৩২ জন। সপ্তম স্থানে রয়েছেন ৩৭ জন। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯২। অষ্টম স্থানে রয়েছেন মোট ৫৫ জন, প্রাপ্ত নম্বর ৪৯১। নবম স্থানে রয়েছেন ৫৪ জন, তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯০। দশম স্থানে রয়েছেন ৬৯ জন, প্রাপ্ত নম্বর ৪৮৯।
এবছর মোট পরীক্ষা দিয়েছেন ৭,৪৪,৬৫৫ জন। এঁদের মধ্যে পাশ করেছেন ৬,৩৬,৮৭৫ জন। এবার উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ৭ জেলায় মোট পাশের হার ৯০%-র বেশি।
আরও পড়ুন: জুনের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফল ঘোষণা! উচ্চমাধ্যমিক, জয়েন্টের রেজাল্ট কবে? জানুন
এদিন সাংবাদিক বৈঠকে পরের বছরের পরীক্ষার সময়সূচীও ঘোষণা করা হয়েছে। আগামী বছর ১৪ মার্চ শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৭ মার্চ।
আগামী বছর হোম সেন্টারে পরীক্ষা হবে না। পাশাপাশি পূর্ণ সিলেবাসেই পরীক্ষা হবে বলে জানিয়েছেন সংসদ সভাপতি। উচ্চমাধ্যমিকের ফলের রিভিউ ও স্ক্রুটিনির জন্য আবেদন করা যাবে ২০ জুন থেকে। ২০ জুন থেকে ১৫ দিন পর্যন্ত এবার রিভিউর জন্য আবেদন করা যাবে অনলাইনেই। ২০ তারিখ মধ্যরাত থেকে রিভিউর আবেদন জানাতে পারবেন পরীক্ষার্থীরা। রিভিউ প্রক্রিয়ার জন্য পেমেন্টের ক্ষেত্রে এবার ইউপিআই, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে।
+ There are no comments
Add yours