মাধ্যম নিউজ ডেস্ক: ইন্টারনেটের দুনিয়ায় হ্যাকিং (hacking) খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক বা সোশ্যাল মিডিয়া অ্যাপ, আমরা সতর্ক না থাকলে কোনও কিছুর তথ্যই এখন নিরাপদ নয়। এবারে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (Whatsapp) হ্যাক করার জন্য নতুন পদ্ধতি ব্যবহার করতে শুরু করে দিয়েছে হ্যাকাররা। ইতিমধ্যেই নিরাপত্তা গবেষকরাও হোয়াটসঅ্যাপ হ্যাকিং (Whatsapp hacking)-এর নতুন পদ্ধতির বিষয়ে সাধারণ মানুষদের সতর্ক করছেন। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করার একটি সহজতম উপায় হল ওটিপি (OTP)। তাই কখনোই কারোর সঙ্গে ওটিপি শেয়ার করা উচিত নয়।
কীভাবে হোয়াটসঅ্যাপ হ্যাক করা হয়?
হ্যাকাররা এই নতুন পদ্ধতির সাহায্যে শুধুমাত্র একটি ফোন কলের মাধ্যমেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক করতে পারে। হ্যাকাররা আপনাদের প্রথমে আপনাকে কল করে ৬৭ বা ৪০৫- **৬৭*<১০ডিজিট> বা *৪০৫*<১০ডিজিট> নম্বরে কল করতে বলে। আপনি কল করার সঙ্গে সঙ্গেই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যায় এবং সেকেন্ডের মধ্যেই সেই অ্যাকাউন্টের পুরো কন্ট্রোল হ্যাকারদের হাতের মুঠোয় চলে আসে।
এই পদ্ধতিতে হ্যাকাররা আপনার কল তাদের নম্বরে ফরওয়ার্ড করলে, তারা এরই মধ্যে হোয়াটসঅ্যাপ রেজিস্ট্রেশন করতে শুরু করে দেয়। এরপর ফোনকল চলাকালীন আপনি ওটিপি (OTP) পাঠানোর অপশনটি ক্লিক করলেই ওটিপি হ্যাকারের ফোন নম্বরে চলে যায়। ফলে ওটিপি পেয়ে যাওয়ার পরই হ্যাকার অনায়াসেই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ-ইন করে সমস্ত ব্যক্তিগত তথ্য নিয়ে নিতে পারে এবং তার অপব্যবহার করে।
সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হ্যাকাররা আপনাকে যেই নম্বরে ফোন করতে বলে, সেটি আসলে আপনার কল ফরওয়ার্ড করার জন্যেই। ফলে হ্যাকারদের দেওয়া নম্বরে ফোন করলেই আপনি বিপদে পড়বেন। তাই হ্যাকারদের হাত থেকে বাঁচবার জন্য সহজ উপায় হল কোনও অচেনা নম্বর থেকে ফোন আসলে তার উত্তর না দেওয়া বা কোনও অচেনা নম্বরে কল না করা।
+ There are no comments
Add yours