মাধ্যম নিউজ ডেস্ক: ‘লেহেঙ্গা’র বোতামেই লুকানো ছিল ৪১ লক্ষ টাকা! কখনও কী শুনেছেন এমন কথা? তবে আজ শুনে নিন, গতকাল অর্থাৎ মঙ্গলবার (৩০ অগস্ট) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদেশিক মুদ্রা পাচার করতে গিয়ে ধরা পড়লেন এক যাত্রী। তবে বৈদেশিক মুদ্রা পাচারের ক্ষেত্রে এক অভিনব উপায় বের করেছিলেন। কিন্তু তবুও শেষ রক্ষা আর হল না তাঁর। ধরা পড়েই গেলেন।
Vigilant #CISF personnel apprehended a passenger carrying foreign currency (worth approx. Rs 41lakh) concealed in “Lehenga Buttons” kept inside his bag @ IGI Airport, New Delhi. The Passenger was handed over to customs.#PROTECTIONandSECURITY #Alertness@HMOIndia@MoCA_GoI pic.twitter.com/QHul4Q1IXr
— CISF (@CISFHQrs) August 30, 2022
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ধৃত যাত্রীর নাম মিসাম রাজা। সূত্রের খবর, লেহেঙ্গার বোতামের মধ্যে করে বিপুল পরিমাণ সৌদি রিয়াল পাচার করছিলেন ওই যাত্রী। প্রায় ৪১ লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে ওই যাত্রীর কাছ থেকে। ঠিক ছিল যে তিনি এদিন স্পাইসজেট সংস্থার এক বিমানে দিল্লি থেকে দুবাই যাবে। কিন্তু, বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে ওই যাত্রীকে দেখে সন্দেহ হওয়ায় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ তার তল্লাশি নেন।
আরও পড়ুন: জাগুয়ার ও কুমিরের ভয়ঙ্কর লড়াই! জিতল কে?
এরপরই, সন্দেহের ভিত্তিতে, ওই যাত্রীর জিনিসপত্র ভালোভাবে চেক করা হয়। তার উপর আগের থেকেই কড়া নজর রেখেছিলেন তাঁরা। এরপর এক্স-রে স্ক্যানার মনিটরে ব্যাগের স্ক্যান করা হলে সেখানে কিছু দেখতে পাওয়া যায়। এরপরেই অনেক বোতাম পাওয়া যায় যেগুলো লেহেঙ্গায় ব্যবহার করা হয়। আর তার পরেই দেখা যায়, বোতামগুলির ভেতরে ১৮৫৫০০ মূল্যের সৌদি রিয়াল ধরা পড়ে যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪১ লক্ষ টাকা। বিমান বন্দরেই সবকটি বোতাম খুলে ওই সৌদি রিয়াল উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া মুদ্রা-সহ তাকে কাস্টমস কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours