NCRB Report: ২০২১ সালে জঙ্গিদের থেকে মাওবাদীদের হাতে নিহত হয়েছেন বেশি পুলিশকর্মী, বলছে এনসিআরবি রিপোর্ট 

২০২১ সালে, ওড়িশায় অপরাধী দমন অভিযানে সবচেয়ে বেশি পুলিশ আহত হন।
LWE
LWE

মাধ্যম নিউজ ডেস্ক: সন্ত্রাসবাদীদের তুলনায় দ্বিগুণ পুলিশকর্মী (police personnel) নিহত হয়েছেন মাওবাদী সংগঠনগুলির (Left Wing Extremists) হাতে। এমনটাই জানা গিয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর ২০২১ সালের রিপোর্ট (NCRB 2021 Report) থেকে। 

আরও পড়ুন: গরুপাচার মামলায় এবার সিবিআই- এর হাতে গ্রেফতার অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলর

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালে জঙ্গিদের হাতে খুন হন ১৮ জন পুলিশকর্মী। আর মাওবাদী সংগঠন খুন করে ৪০ জন পুলিশকে। একইভাবে, ১১ জন পুলিশকর্মী সীমান্ত গুলিতে, একজন দাঙ্গায়, ১১ জন অপরাধীদের হাতে নিহত হয়েছেন। সাতজন দুর্ঘটনাক্রমে নিজের অস্ত্র দিয়ে এবং ৩৩৯ জন দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে, উত্তর-পূর্বের বিদ্রোহীদের হাতে কোনও পুলিশকর্মীর মৃত্যু হয়নি।    

কর্তব্যরত অবস্থায় নিহত মোট ৪২৭ জন পুলিশ নিহত হয়েছেন। এদের মধ্যে ছিলেন, কনস্টেবল পদমর্যাদার ২৩৩ জন, হেড কনস্টেবল ৪৪ জন, সহকারী সাব ইস্পেক্টর ৩৭ জন, সাব ইন্সপেক্টর ২৬ জন, ইস্পেক্টর ৪ জন এবং গেজেটেড অফিসার এবং আরও দুজন। প্রায় একই সময় ১৬৩২ জন বিভিন্ন পদ মর্যাদার পুলিশের আহত হওয়ার খবরও সামনে এসেছে।

আরও পড়ুন: মধ্যরাতের শুনানিতে মিলল ছাড়পত্র, কর্নাটকের হুব্বালি ইদগাহ ময়দানে হবে গণেশ উৎসব 

যে রাজ্যগুলিতে পুলিশের মৃত্যুর খবর সব থেকে বেশি। তার মধ্যে প্রথম তামিলনাড়ু। এই রাজ্যে সর্বাধিক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। ৫৬ জন পুলিশকর্মী পথ দুর্ঘটনায় এবং দুজন অপরাধীদের হাতে নিহত হয়েছেন। ছত্তিশগড়ে ৪০ জন পুলিশ কর্মী এলডব্লিউই এবং সাতজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বিহারে, ৩৮ জন পুলিশ কর্মী সড়ক দুর্ঘটনায় এবং একজন দাঙ্গায় নিহত হয়েছেন। 

কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে, ১৮ জন পুলিশ কর্মী সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয়েছেন এবং দিল্লিতে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

২০২১ সালে, ওড়িশায় অপরাধী দমন অভিযানে সবচেয়ে বেশি পুলিশ আহত হন। ১৮৮ জন আহত পুলিশের মধ্যে ১৭৬ জন অপরাধীদের হাতে এবং ১২ জন দাঙ্গায় জখম হন। কেরলে মোট ১৫৯ জন পুলিশ কর্মী আহত হয়েছেন যার মধ্যে ৯০ জন অপরাধীদের হাতে, ৬৮ জন দাঙ্গার কারণে এবং একজন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। তামিলনাড়ুতে, মোট ১৩৩ জন পুলিশ কর্মী আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে ৯৬ জন দুর্ঘটনায়, তিনজন নিজের অস্ত্র দিয়ে এবং ৩০ জন অপরাধীদের হাতে আহত হন। 

কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দিল্লিতে সর্বাধিক সংখ্যক পুলিশকর্মী আহত হয়েছেন। দাঙ্গায় আহত হয়েছেন ১৫৬ জন, অপরাধীদের হাতে ২২ জন এবং দুর্ঘটনায় ১৭ জন আহত হয়েছেন। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।     

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles