Assam Jihadi Link: ১১৪টি জেহাদি-যোগ, দেড় হাজার যুবক জঙ্গি সংগঠনে! উদ্বিগ্ন অসমের মুখ্যমন্ত্রী কী বললেন?

সোমবারও অসমের মরিগাঁও জেলা থেকে মুসাদিক হোসেনকে এবং নগাঁও জেলা থেকে ইমাম ইকরামুল ইসলামকে জঙ্গি-যোগে গ্রেফতার করা হয়েছে। 
himanta
himanta

মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে প্রতিদিন অসমে ছুকছে জঙ্গিরা। অসম, উত্তর-পূর্ব ভারতে জঙ্গিদের আখড়া হয়ে উঠেছে। গত ১০ বছরে অসমে ১১৪টি জেহাদি-যোগ চিহ্নিত করা গিয়েছে। বিভিন্ন ইসলামিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্তরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। চলতি বছরে এখনও অবধি ৪০ জনকে জঙ্গি-যোগে গ্রেফতার করা হয়েছে। শরৎ অধিবেশনের প্রথম দিনে এই কথা জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে হিমন্ত বলেন, গ্রেফতার হওয়া অনেকেই মাদ্রাসার ইমাম ও শিক্ষক। 

মুখ্যমন্ত্রী যে খুব একটা ভুল বলেনি, তা বোঝা গেল সোমবারও। এদিনও রাজ্যে আরও দুই সন্ত্রাসবাদীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন ইমামও রয়েছে। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, বাংলাদেশের জঙ্গি সংগঠন ‘আনসারুল্লা বাংলা টিম’ তথা ‘আনসার বাংলা’র সঙ্গে যোগ রয়েছে এই দুই সন্ত্রাসবাদীর। সোমবার অসমের মরিগাঁও জেলার মইরাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে মুসাদিক হোসেনকে এবং নগাঁও জেলা থেকে গ্রেফতার করা হয়েছে ইমাম ইকরামুল ইসলামকে। 

আরও পড়ুন: মঙ্গলবারও সারাদিন বৃষ্টি চলবে, নেমেছে তাপমাত্রার পারদ, বুধে বৃষ্টি কমার পূর্বাভাস

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পরপর জঙ্গিদের গ্রেফতারিতে উদ্বিগ্ন প্রতিরক্ষা মহল। প্রশ্ন উঠছে, উত্তর-পূর্ব ভারতে কতটা শিকড় ছড়িয়েছে জেহাদি সংগঠন ‘আনসারুল্লা বাংলা টিম’টি? উল্লেখ্য, কয়েকদিন আগেই মইরাবাড়ি এলাকায় একটি মাদ্রাসা ভেঙে গুঁড়িয়ে দেয় প্রশাসন। ওই মাদ্রাসাটির সঙ্গে জঙ্গি গোষ্ঠী আল কায়দার (Al-Qaeda) যোগ রয়েছে বলে অভিযোগ। আল কায়দা যোগের অভিযোগে ক’দিন আগে পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। রাজ্যে বিভিন্ন জঙ্গি সংগঠনে দেড় হাজার যুবক নাম লিখিয়েছে। তবে, সাড়ে সাত হাজারেরও বেশি যুবককে জঙ্গি সংগঠন থেকে জীবনের মূল ধারায় ফিরিয়ে আনা গিয়েছে। হিমন্তের কথায়, ২০১৬ সাল থেকে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর ১৫৬১ জন যুবক বিভিন্ন জঙ্গি দলে যোগ দিয়েছে। অন্যদিকে সরকারের সাফল্য হিসেবে তিনি বলেছেন, ৭হাজার ৯৩৫ জন যুবককে সন্ত্রাসের পথ থেকে জীবনের মূল স্রোতে ফেরানো গিয়েছে। অসম বিধানসভায় বিরোধী নেতা দেবব্রত সাইকিয়া শর্মার প্রশ্নের উত্তরে লিখিত বিবৃতি দিয়ে এই তথ্য জানান হিমন্ত। 

আরও পড়ুন: জ্ঞানবাপী মামলায় পূজার্চনার আবেদনের শুনানি চলবে, জানিয়ে দিল আদালত

মাদ্রাসা ভাঙা নিয়ে অনেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তের দিকে আঙুল তুলেছেন। তাঁকে মুসলিম-বিরোধীও আখ্যআ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে হিমন্ত বলেন, “ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি। BJP চায় ভারতকে নতুন করে নির্মাণ করতে। হিন্দু আমাদের ডিএনএ। কিন্তু মুসলমানদের বাদ দিয়ে ভারত নয়। আমরা মুসলিম বিরোধী নই। আমরা চাইছি মুসলিম সম্প্রদায়ের উন্নতি করতে।” তিনি জানান, রাজ্যে যে সমস্ত মাদ্রাসা ভেঙে ফেলা হয়েছে সেগুলির সঙ্গে যুক্ত আছে আল কায়দা এবং বাংলাদেশের জঙ্গি সংগঠন। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles