Raju Srivastava Funeral: চোখের জলে বিদায় ‘কমেডি কিং’-কে, যমুনার তীরে নিগমবোধ ঘাটে সম্পন্ন হল শেষকৃত্য

শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছিলেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে বলিউড তারকারা।
Raju-Srivastava
Raju-Srivastava

মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র ৫৮ বছর বয়সেই শেষ হল লড়াই। গতকাল প্রয়াত হয়েছেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান তথা অভিনেতা রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। আজ তাঁর শেষকৃত্য করা হল। গত ১০ অগাস্ট ট্রেড মিল থেকে পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কমেডি কিং। ভর্তি করা হয়েছিল দিল্লির এইমস-এ। এরপর থেকে ধীরে ধীরে রাজুর শারীরিক অবস্থা আরও জটিল হয় ও তাঁকে অনেকদিন ভেন্টিলেশনে রাখা হয়। এরপর প্রায় দেড় মাস লড়াই করে গতকাল শেষ হল তাঁর জীবনযাত্রা।

আজ, বৃহস্পতিবার দিল্লির যমুনা নদীর তীরে নিগমবোধ ঘাটে সম্পন্ন করা হয় প্রয়াত রাজু শ্রীবাস্তবের শেষকৃত্য। তাঁর ছেলে আয়ুষ্মান হিন্দু রীতি অনুসারে বিভিন্ন নিয়ম পালন করেন। নিগমবোধ ঘাটের শ্মশানে নিয়ে আসার আগে সকাল আটটা নাগাদ দিল্লির দশরথপুরী থেকে তাঁর শেষ যাত্রা শুরু হয়। সাদা ফুলে সাজানো অ্যাম্বুলেন্স করে তাঁকে নিয়ে যাওয়া হয়। তাঁর এই অন্তিম যাত্রায় অংশ নিতে উপস্থিত হন বিপুল জনতা। সেলিব্রিটি থেকে ভক্ত, সকলেই তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু, যেমন সুনীল পাল এবং আহসান কুরেশি, প্রবীণ কবি সুরেন্দ্র শর্মা, অশোক চক্রধর এবং পরিচালক মধুর ভান্ডারকর এদিন উপস্থিত ছিলেন। স্ত্রীকেও পৌঁছতে দেখা গিয়েছিল সকালে। তাঁর চোখে জল। চোখে জল দর্শকমহলেও। 

আরও পড়ুন: নরেন্দ্র মোদি থেকে অমিতাভ বচ্চন, ‘কমেডি-কিং’ রাজুর অনুরাগী ছিলেন সকলেই

তাঁর প্রয়াণে দেশের রাজনৈতিক নেতা থেকে শুরু করে বলিউডের তারকারা বহু ব্যক্তি শোকবার্তা জানিয়েছেন। আবার বিখ্যাত স্যান্ড আর্টিস্ট সুদর্শন পাট্টনায়েক রাজুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ওড়িশার পুরী সৈকতে বালির ওপরে একটি ছবি তৈরি করেছেন ও সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুদর্শন লিখেছেন, “হাসতে হাসতে কাঁদিয়ে দিলেন…. লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে আপনি বেঁচে থাকবেন।“

[insta]https://www.instagram.com/p/CixcH7_visn/?utm_source=ig_web_copy_link[/insta]

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles