মাধ্যম নিউজ ডেস্ক: দেশে উগ্র মৌলবাদী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’কে (PFI) নিষিদ্ধ ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র। এর মধ্যেই মহারাষ্ট্রের (Maharashtra)পুনেতে জমায়েত করেছিল পিএফআই সদস্যরা। সেখানেই পিএফআই সদস্যদের মুখে শোনা গেল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান। সম্প্রতি ওই জমায়েতের একটি ভিডিও সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে ইডি-এনআইএ-র (Protest against ED and NIA) বিরুদ্ধে বিক্ষোভে ওই স্লোগান দিচ্ছেন পিএফআই কর্মীরা। এর বিরুদ্ধে সরব হয়েছে মহারাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক দল। বিজেপি, মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মীরা প্রতিবাদ জানিয়েছেন। সরব হয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। শিবাজির মাতৃভূমিতে দেশবিরোধী স্লোগান মেনে নেওয়া হবে না। কড়া ব্যবস্থা নেওয়া হবে, বলে ট্যুইট বার্তায় জানান তিনি। উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশও (Devendra Fadnavis) এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “কেউ যদি মহারাষ্ট্রে তথা ভারতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান তোলে, তবে তাকে ছেড়ে কথা বলা হবে না। তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন: টার্গেট আরএসএস? সংঘের ওপর গুপ্তচরবৃত্তি চালাত পিএফআই! চক্রান্ত ফাঁস
প্রসঙ্গত, বুধবার মধ্যরাত থেকে দেশজুড়ে পিএফআইয়ের বিভিন্ন দফতরে তল্লাশি অভিযান শুরু করে এনআইএ ও ইডি। সংগঠনের চেয়ারম্যান ওমা সালেব-সহ একাধিক নেতাকে গ্রেফতার করা হয়েছে। প্রতিবাদে বৃহস্পতিবার থেকে কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্রে বিক্ষোভ শুরু করে কয়েকটি মুসলিম সংগঠন। কর্নাটক, বাংলাতেও বিক্ষোভ দেখিয়েছেন পিএফআই-পন্থীরা। বিভিন্ন রাজ্যের বিজেপি নেতাদের বাড়ি, গাড়ি নিশানা করা হচ্ছে। চলছে ভাঙচুর। আগুন ধরানো হচ্ছে।
আরও পড়ুন : খুন, বিস্ফোরক রাখা, সন্ত্রাসবাদে মদত— কী কী অভিযোগ পিএফআই-এর বিরুদ্ধে?
সারা দেশে যখন পিএফআই নেতাদের বিরুদ্ধে স্লোগান উঠছে তখন লালু প্রসাদ যাদব ঘনিষ্ঠ আরজেডি নেতা শিবানন্দ তিওয়ারি উল্টো সুর গাইলেন। তাঁর কথায়, "পাকিস্তান জিন্দাবাদ স্লোগানটি হল পিএফআই কর্মীদের প্রতিবাদের অঙ্গ। তার মানে এটা নয় যে যারা এই স্লোগান তুলেছে তারা সব পাকিস্তানি। তারা সব পাকিস্তানে চলে যাবে এমনও নয়।" এই মন্তব্যের পর আরজেডি নেতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু হয়েছে। অনেকেই তাঁর সমালোচনা করছেন। অন্যদিকে এই ঘটনার বিরুদ্ধে সরব হয়ে পুনের পুলিশ কমিশনার অমিতাভ গুপ্তার কাছে অভিযোগপত্র জমা দিয়েছে বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ। এই ধরনের স্লোগানের বিরোধিতা করেছেন মহারাষ্ট্রের বিরোধী নেতা শরদ পাওয়ারও। পুনের ডেপুটি পুলিশ কমিশনার সাগর পাতিল জানিয়েছেন, ঘটনাটির তদন্ত চলছে। কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours