Chintan Shivir: সুরজকুণ্ডে অমিত শাহের ডাকে চিন্তন বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা, কেন?

Amit Shah: মুখ্যমন্ত্রীকে নিজেই চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...
amit-shah-mamata-2
amit-shah-mamata-2

মাধ্যম নিউজ ডেস্ক: সুরজকুণ্ডের ‘শাহী’-বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। 

আগামীকাল থেকে দুদিন ব্যাপী অর্থাৎ ২৭ এবং ২৮ অক্টোবর হরিয়ানার (Haryana) সুরজকুণ্ডে (Surajkund Chintan Shivir) দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর স্বরাষ্ট্রমন্ত্রী, শীর্ষ পুলিশ কর্তা এবং সচিবদের নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ বৈঠক, যার প্রধান হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। সেই বৈঠকেই এবার আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা (Mamata) বন্দ্যোপাধ্যায়কে, যিনি এরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও বটে। মুখ্যমন্ত্রীকে নিজেই চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু, নবান্ন সূত্রের খবর, ওই বৈঠকে যোগ দিচ্ছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী।

নবান্নর (Nabanna) খবর, গত ৩০ সেপ্টেম্বর নর্থ ব্লকের চিঠি এসে পৌঁছয় নবান্নে। তাতে বলা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) দেশের সমস্ত রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রীদের নিয়ে একটি চিন্তন শিবিরের (Chintan Shivir) ডাক দিয়েছেন। হরিয়ানার ফরিদাবাদের সুরজকুণ্ডে আগামী ২৭-২৮ অক্টোবর এই শিবির বসবে। স্বরাষ্ট্র মন্ত্রীরা ছাড়াও প্রতিটি রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকেও চিন্তন শিবিরে যোগ দিতে বলা হয়েছে চিঠিতে।

চিন্তন শিবির হবে কী নিয়ে?

স্বরাষ্ট্র কর্তারা জানাচ্ছেন, অগ্নি নির্বাপন থেকে হোমগার্ড, পুলিশ বাহিনীর আধুনিকীকরণ থেকে এনিমি প্রপার্টি, জেলখানা থেকে বিএডিপি, অভ্যন্তরীণ নিরাপত্তা থেকে মাদক চক্র সমস্ত বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খোলামেলা কথা বলার সুযোগ পাবেন দেশের সবকটি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। সুযোগ থাকবে একান্তে কথা বলারও। অমিত শাহ রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে নিবিড় বন্ধুত্ব করার জন্যই দু'রাত একসঙ্গে থাকবেন। 

দুদিনে মোট সাতটি পর্বে চিন্তন শিবির (Chintan Shivir) চলবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠানে নিজের মতামত রাখবেন। দুদিনের সাতটি আলোচনা চক্রেই তিনি পৌরহিত্য করবেন। প্রতিটি চক্রে আবার তাঁর সঙ্গে সভাপতিত্বের আসনে বসবেন চারটি করে রাজ্যের মুখ্যমন্ত্রী। মোট আটটি রাজ্য দেশের নিরাপত্তা সংক্রান্ত নানা বিষয়ে প্রেজেন্টেশন দেওয়ার সুযোগ পাবে।

কেন যাচ্ছেন না মমতা? 

চিন্তন শিবিরে মমতা যোগ দিলে তাঁকেও অন্তত একটি আলোচনায় অমিত শাহের সঙ্গে মঞ্চে বসতে দেখা যেত। তবে, যে আটটি রাজ্যকে প্রেজেন্টেশনেকর সুযোগ দেওয়া হবে, সেই তালিকায় পশ্চিমবঙ্গ আছে কি না তা স্পষ্ট নয়। সেই কারণে হয়ত, মমতা যাচ্ছেন না। আরেকটি কারণ হতে পারে, আগামী মাসের গোড়ায় এরাজ্যে আসছেন অমিত শাহ। ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক এবার এ রাজ্যেই হচ্ছে।সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। আগামী ৫ নভেম্বর বৈঠকের সভাপতিত্ব করতে কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

মূলত পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি নিরাপত্তা সংক্রান্ত ইস্যু নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। আন্তঃ রাজ্য সীমান্তের নিরাপত্তা নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সীমান্ত নিয়েও আলোচনা হবে এই বৈঠকে। এ রাজ্যের পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিমের মতো রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই বৈঠকে উপস্থিত থাকবে। ওয়াকিবহাল মহলের মতে, ওই বৈঠকের সময় মমতা-শাহ পৃথক একান্ত বৈঠকের সম্ভাবনা রয়েছে। তাই, সুরজকুণ্ডের বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles