Bolla Kalipuja: রাসপূর্ণিমার পরেই হয় এই পুজো! জানেন দক্ষিণ দিনাজপুরের ‘বোল্লা কালীপুজোর’ ইতিহাস? 

তিনদিন ধরে চলে মেলা। বিশালাকার বোল্লা কালী মাতার পুজোয় লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়
KALI-1200x900
KALI-1200x900

মাধ্যম নিউজ ডেস্ক: পুরাণ মতে, দেবী কালীর একাধিক রূপের উল্লেখ পাওয়া যায়। দশম মহাবিদ্যার প্রথম নামটিই হলো ভীষণ দর্শনা দেবী কালী। এছাড়াও রয়েছে, দক্ষিণাকালী, কৃষ্ণকালী, সিদ্ধকালী, গুহ্যকালী, শ্রীকালী, ভদ্রকালী, চামুণ্ডাকালী, শ্মশানকালী ও মহাকালী। পৌরাণিক নাম ছাড়াও মাতা কালী স্থানীয় নামগুলিতেও সমানভাবে জনপ্রিয়। কোথাও ডাকাতকালী তো কোথাও বড়মা। সারাবছরই বিভিন্ন সময়ে দেবী কালীর আরাধনা করা হয়।

বোল্লা কালীর ইতিহাস

কালীপুজোর পরেই হয় রাসপূর্ণিমা। এই রাসপূর্ণিমার পরে দক্ষিণ দিনাজপুর জেলাতে বোল্লা কালী পুজো অনুষ্ঠিত হয়। বোল্লা একটি গ্রামের নাম। অবস্থান, বালুরঘাট শহর থেকে ২০ কিলোমিটার দূরে। লোককথা অনুযায়ী, আজ থেকে প্রায় ৪০০ বছর আগের ঘটনা। এই এলাকার জমিদার ছিলেন বল্লভ চৌধুরি। তার নাম অনুসারেই এলাকার নাম হয়েছে বোল্লা। সেসময় স্থানীয় এক মহিলা একটি কালো পাথরখণ্ড কুড়িয়ে পেয়ে সেটিকেই দেবী কালীরূপে পুজো শুরু করেছিলেন। এরপর স্থানীয় জমিদার, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মামলায় জড়িয়ে যান। এমন সংকটের সময়, স্থানীয় জমিদার বোল্লা মায়ের কাছে মানত করে মামলায় জয় লাভ করেন বলেই কথিত রয়েছে। লোককথা অনুযায়ী, দেবী কালী জমিদারকে উদ্ধারের জন্য স্বয়ং আবির্ভূত হয়েছিলেন। কৃতজ্ঞতার প্রতীক হিসাবে তিনি দেবী কালীর একটি মন্দির নির্মাণ করেছিলেন। সেই বছর, রাস পূর্ণিমার পরের শুক্রবারে  পুজোর আয়োজন শুরু হয়, এই ধারা আজও চলছে।

আরও পড়ুন: জানুন রঘু ডাকাতের কালী পুজোর গল্প

অন্য একটি মতে, একসময় এই গ্রামে ডাকাতদের অত্যাচার শুরু হয়েছিল। তখন দেবী কালী ভয়ঙ্করী রূপ ধারণ করেন। মাতা কালীর ভীষণ রূপ দেখা মাত্র ডাকাতরা পালিয়ে যায়। তখন থেকেই বোল্লা কালী পুজোর সূচনা হয়। ভক্তদের বিশ্বাস মতে, বোল্লা কালী অত্যন্ত জাগ্রত। ভক্তদের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন তিনি। তাঁর আশীর্বাদে ভক্তদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধ বর্ষিত হয়। তিনদিন ধরে মেলা চলে এই পুজোকে কেন্দ্র করে। শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলা নয়, রাজ্য থেকেও বহু মানুষ আসেন এই উৎসবে সামিল হতে। বিশালাকার বোল্লা কালী মাতার পুজোয় লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। ভক্তরা ,পুজোর জন্য ছোটো ছোটো কালী প্রতিমা এবং বিভিন্ন অলঙ্কার সঙ্গে আনেন। তিনদিন ধরে পুজো চলার পর বোল্লা কালী মাতার প্রতিমা নিরঞ্জন করা হয় মন্দির সংলগ্ন পুকুরে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles