Cyber Attack: এইমস সাইবার হানা, ৩ কোটি মানুষের তথ্য এখনও বিপদে, ২০০ কোটির দাবি হ্যাকারদের

সার্ভার ডাউন থাকায় জরুরী, বহির্বিভাগ এবং ল্যাবরেটরি উইংগুলিতে রোগী পরিষেবা সংক্রান্ত বিষয়গুলি ম্যানুয়ালি পরিচালনা করা হচ্ছে।
AIIMS_Cyber_Attack
AIIMS_Cyber_Attack

মাধ্যম নিউজ ডেস্ক: সাইবার হানার (Cyber Attack) শিকার এইমস হাসপাতালের ওয়েবসাইট। এইমসের ডিজিটাল হেলথকেয়ার সার্ভিসে ঘটেছে এই সাইবার হামলা। ঘটনাটি ঘটেছে সপ্তাহের শুরুতে। শুরু হয়েছে তদন্ত। এই হামলার পিছনে বিদেশি চক্রের যোগ পেয়েছে তদন্তকারী সংস্থা। আপাতত তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। সাত দিন ধরে বন্ধ রয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের  দিল্লির সার্ভার। আপাতত হাসপাতালের ই-ডেটা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু এখনও বিপদে রয়েছে ৩ কোটি মানুষের তথ্য। ডেটা পুনরুদ্ধার করার আগে নেটওয়ার্ক ‘স্যানিটাইজড’ করা হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের সাইবার হামলা না হয়, তার জন্য ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

সার্ভার (Cyber Attack) ডাউন থাকায় জরুরী, বহির্বিভাগ এবং ল্যাবরেটরি উইংগুলিতে রোগী পরিষেবা সংক্রান্ত বিষয়গুলি ম্যানুয়ালি পরিচালনা করা হচ্ছে। সোমবার নিয়ে টানা ষষ্ঠ দিন এইমসের সার্ভার ডাউন ছিল। আশঙ্কা করা হচ্ছে, গত বুধবার সকালে হওয়া এই হ্যাকার-হামলার জেরে প্রায় ৩-৪ কোটি রোগীর ডেটা লস হয়ে থাকতে পারে।  

আরও পড়ুন: ডেঙ্গি মোকাবিলায় কী কী পদক্ষেপ? রাজ্যের কাছে হলফনামা চাইল হাইকোর্ট

বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে হয়েছে এই সাইবার হানা (Cyber Attack)। এই হামলার ফলে এইমস-এর ব্যাক-আপ সার্ভার ডাউন হয়ে যায়। সাইবার হামলাকারীরা হাসপাতালের রোগীদের ডেটা সিস্টেম হ্যাক করে। যেখানে রোগীদের রুটিন অ্যাক্টিভিটিজ সংক্রান্ত তথ্যই লিপিবদ্ধ থাকে। তদন্তকারীরা হৃত তথ্য উদ্ধার করার চেষ্টা করছে হাসপাতাল। ই-হসপিটাল এবং ল্যাব ইনফরমেশন পোর্টাল থেকেও তথ্য সংগ্রহ করার চেষ্টা চলছে। তথ্যগুলি খুবই সেন্সেটিভ বলে দাবি করেছে হাসপাতাল। এর মধ্যে আসলে দেশের একবারে প্রথম শ্রেণির রাজনৈতিক নেতা থেকে শুরু করে  রয়েছে গুরুত্বপূর্ণ বিদেশিদের অসুস্থতা বিষয়ক জরুরি তথ্য। 

তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একটা নেগোশিয়েশন চাইছে বলে জানা গিয়েছে। একটা প্রোটোনমেল অ্যাড্রেস ওখানে পাওয়া গিয়েছে। তবে ঠিক কী দাবি, তা স্পষ্ট হয়নি। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এর একটা আভাস মিলেছে মাত্র। এইমস-এর মতো বড় ও গুরুত্বপূর্ণ কোনও হাসপাতালের ওয়েবসাইটে এই ধরনের অ্যাটাক (Cyber Attack) এই প্রথম।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 

 

 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles