Dominique Lapierre: প্রয়াত ‘সিটি অফ জয়’-এর লেখক ডমিনিক ল্যাপিয়ের

Dominique Lapierre: তিনি ফ্রান্সে জন্মগ্রহণ করলেও তাঁর ভারতের প্রতি টান ছিল অগাধ।
dominique_(1)
dominique_(1)

মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত বিশ্বখ্যাত লেখক ডমিনিক ল্যাপিয়ের (Dominique Lapierre)। ইনি হলেন ‘সিটি অফ জয়’ উপন্যাসের লেখক। কলকাতা শহরের এক রিক্সাচালকের কষ্টের জীবনের কথা তুলে ধরা হয়েছিল এই বইটিতে। বার্ধক্যজনিত কারণে ৯১ বছর বয়সে মৃত্যু হয়েছে তাঁর। আজ, তাঁর স্ত্রী সংবাদমাধ্যমে জানিয়েছেন, রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

ভারতের অনুরাগী ডমিনিক

ভারত এবং বিশেষ করে কলকাতার সঙ্গে সম্পর্ক ছিল নিদারুণ। শুধু কলকাতাকে নিয়েই লেখেননি, ভারতের বড় অনুরাগীও ছিলেন এই ফরাসি লেখক। তাই তিনি কলকাতাকে তাঁর লেখনীর মাধ্যমে আন্তর্জাতিক স্তরে তুলে ধরেছিলেন। এই বইয়ের জন্য ২০০৮ সালে ডমিনিক ল্যাপিয়েরকে পদ্মভূষণে সম্মানিত করে ভারত সরকার। তিনি ফ্রান্সে জন্মগ্রহণ করলেও তাঁর ভারতের প্রতি টান ছিল অগাধ। তাঁর (Dominique Lapierre) ভারত সম্পর্কে জ্ঞানও ছিল অনেক।

আরও পড়ুন: পাশে বসে 'বলিউড বাদশা', জানতেই যা কাণ্ড করে বসলেন এই হলিউড সুপারস্টার

তিনি (Dominique Lapierre) ১৯৮৫ সালে কলকাতাকে মাথায় রেখেই বই লিখেছিলেন, যাঁর নাম ‘City of Joy’। কলকাতার এক রিক্সাচালকের জীবনের উপর ভিত্তি করেই তাঁর এই লেখা। রিক্সাচালকের প্রতিদিনের কষ্টকে তুলে ধরেছিলেন তাঁর এই বইতে। তাঁর মানবিকতারও কোনও তুলনা নেই। এই বইয়ের থেকে যা উপার্জন হয়েছে, তার বেশির ভাগটাই এ দেশের কুষ্ঠ, পোলিও, টিবি রোগীদের উদ্দেশ্যে দান করেছিলেন। উল্লেখ্য, পরে এই গল্পের উপর ভিত্তি করেই ১৯৯২ সালে একটি সিনেমাও তৈরি করা হয়েছিল।

ডমিনিক ল্যাপিয়েরের কিছু উপন্যাস

ডমিনিক ল্যাপিয়ের (Dominique Lapierre) জন্মগ্রহণ করেন ১৯৩১ সালে, চ্যাটেইলনে। আমেরিকার লেখক ল্যারি কলিন্সের সঙ্গে তাঁর লেখা ছটি বইয়ের প্রায় ৫ কোটি কপি বিক্রি হয়েছে। এর মধ্যে সব থেকে বিখ্যাত হল “ইজ প্যারিস বার্নিং?” বইটি প্রকাশিত হয় ১৯৬৫ সালে। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য বইগুলি হল, 'অর আই উইল ড্রেস ইউ ই মোরিং' (১৯৬৮), ও 'জেরুজালেম' (১৯৭২), 'ফ্রিডম অ্যাট মিডনাইট' (১৯৭৫), 'দ্য ফিফথ হর্সম্যান' (১৯৮০)। তবে তিনি না ফিরে আসার দেশে চলে গেলেও, তাঁর নানা কাজের মধ্যে দিয়ে তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles