Kolkata Weather: ১২ ডিগ্রির নীচে নামতে পারে তাপমাত্রা! কিন্তু কবে? কী জানাল হাওয়া অফিস?

Kolkata Weather: আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস।
kolkata_weather
kolkata_weather

মাধ্যম নিউজ ডেস্ক: ডিসেম্বর মাস, তবুও দেখা নেই শীতের। পারদের ওঠা-নামা লেগেই রয়েছে। মন্দৌস ঘূর্ণিঝড় চলে গেলেও কলকাতা ও আশেপাশে এলাকাগুলির তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু’দিনেও তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। আজও কলকাতায় পারদ ঊর্ধ্বমুখী। ফলে শহরে ঠান্ডা কবে পড়বে, তারই অপেক্ষায় শহরবাসী। তবে আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, এই মাসের শেষের দিকে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে। এমনকি তাপমাত্রা নেমে যেতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসেরও নীচে।

কলকাতার আবহাওয়া

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ২ ডিগ্রি বেশি। আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গতকাল অর্থাৎ মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। ফলে আজ গতকালের থেকেও তাপমাত্রা বেশি। অন্যদিকে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৪১ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা ১৭ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলেও জানানো হয়েছে। আকাশ মূলত পরিস্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন সকালের দিকে কুয়াশা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: জাঁকিয়ে শীত পড়তে আরও দেরি! আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

কবে শীত?

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২-৩ দিনের মধ্যে নিম্নমুখী হতে পারে পারদ। ফিরতে পারে শীতের আমেজ। ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা। শুধু তাই নয়, জেলাগুলিতেও একেবারে জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। জেলায় ১২ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর তাপমাত্রার বড় পরিবর্তন ডিসেম্বরের ১৫ থেকে ২০ তারিখের মধ্যেই ঘটতে পারে।

নিম্নচাপের ভ্রুকুটি

অন্যদিকে মন্দৌসের প্রভাব কেটে গেলেও দক্ষিণ আন্দামান সাগরে এখনও ঘূর্ণাবর্তের অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। আগামী ২৪ ঘন্টায় এটি দক্ষিণ আন্দামান সাগরে ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে শ্রীলঙ্কার দিকে যাবে বলে অনুমান আবহাওয়াবিদদের। এই ঘূর্ণাবর্তের দিকে নজর রাখছেন আবহবিদরা।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles