মাধ্যম নিউজ ডেস্ক: ৭৪তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে (Republic Day Parade) এ বছর দিল্লিতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি। নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ২৪ জানুয়ারি ভারতে আসছেন তিনি। থাকবেন জানুয়ারির ২৬ তারিখ পর্যন্ত। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "এই প্রথমবার মিশরের রাষ্ট্রপতিকে ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে মুখ্য অতিথির ভূমিকায় আমন্ত্রণ করা হয়েছে।" এছাড়া মিশরীয় সেনাও এই প্যারেডে অংশ নেবে বলেও জানিয়েছে মন্ত্রক।
এল-সিসি তিন দিনের (Republic Day Parade) এই ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও পাঁচ কেন্দ্রীয় মন্ত্রী এবং সরকারি আধিকারিকদের সঙ্গেও মিটিং করবেন তিনি। বৈঠক হবে দেশের বড় বড় ব্যবসায়ীর সঙ্গেও। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নিয়েও আলচনা হবে এই বৈঠকগুলিতে।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জন্যে নয়া নির্দেশিকা কেন্দ্রের
৭৪ তম প্রজাতন্ত্র দিবসের (Republic Day Parade) অনুষ্ঠানে সবচেয়ে বড় ড্রোন শো দেখা যাবে বিটিং দ্য রিট্রিট-এ। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এবারের ড্রোন শো-তে থাকবে সাড়ে তিন হাজার ইউএভি। গত বছরের থেকে এই সংখ্যা অনেকতাঈ বেশি। গত বছর এই শো-তে ব্যবহার করা হয়েছিল এক হাজার ড্রোন। এছাড়াও ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানের দিন দিল্লির ‘কর্তব্য পথ’-র উপর দিয়ে ফ্লাই পাস্ট-এ প্রথমবার অংশ নেবে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট হেলিকপ্টার প্রচাঁদ। এছাড়াও বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানে রাগ ভূপালী বাজানো হবে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। উল্লেখ্য, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী থেকেই শুরু হয়ে যাবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। বিটিং দ্য রিট্রিট -এর অনুষ্ঠান হবে ২৯ জানুয়ারি। ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর প্রয়ান দিবসে শেষ হবে অনুষ্ঠান।
কমানো হবে আসন সংখ্যা
এবছর প্রজাতন্ত্র দিবসের প্যারেডের অনুষ্ঠানে ভিআইপি (Republic Day Parade) আসনের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। প্রতিরক্ষা সচিব গিরধর আরমানে জানিয়েছেন, “এবার মোট আসন সংখ্যা ৪৫ হাজার থেকে কমিয়ে ৩২ হাজার করা হয়েছে।” প্রসঙ্গত, করোনা অতিমারির আগে প্রায় এক লক্ষ দর্শকের বসার ব্যবস্থা থাকত প্রজাতন্ত্র দিবসের দিল্লির অনুষ্ঠানে।
+ There are no comments
Add yours