মাধ্যম নিউজ ডেস্ক: প্রতি বছরের মতো এবারও সাধারণতন্ত্র দিবসের সকালে ঘোষণা করা হল পদ্ম পুরস্কার (Padma Awards) প্রাপকদের তালিকা। বাঙালির ঝুলিতেও এল পুরষ্কার। মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হল ওআরএসের জনক দিলীপ মহলানবিশকে। গত বছর বাংলা থেকে পদ্ম পুরস্কার পেয়েছিলেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং সংগীতশিল্পী রশিদ খান।
১৯৭১ সাল থেকে ভারত-বাংলাদেশসহ সারা বিশ্বে অন্তত ৭ কোটিরও বেশি মানুষের প্রাণ রক্ষা করেছে তাঁর তৈরি ওআরএস। বেশিরভাগই শিশু। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তি যুদ্ধের সময় শরণার্থী শিবিরে ভয়াবহ কলেরা মহামারি দেখা দেয়। সেই সময় এই রোগের একমাত্র চিকিৎসা ছিল স্যালাইন দেওয়া। কিন্তু স্যালাইনের ভয়ঙ্কর ঘাটতি দেখা যায়। উপায় না দেখে, জনস হপকিন্স ইন্টারন্যাশনাল সেন্টার ফর মেডিকেল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের সহায়তায়, ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস তৈরি করেছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ তথা ক্লিনিক্যাল বিজ্ঞানী ডা. দিলীপ মহলানাবিশ। ওআরএস ব্যবহারের ফলে দু সপ্তাহের মধ্যে সেই শিবিরগুলিতে মৃত্যুর হার ৩০ শতাংশ থেকে ৩.৬ শতাংশে নেমে আসে। কীভাবে লবণ এবং গ্লুকোজ মিশিয়ে ওআরএস তৈরি করা হয়, তার বর্ণনা একটি গোপন বাংলাদেশী রেডিও স্টেশনে সম্প্রচার করা হয়েছিল।
আরও পড়ুন: আর্থিক অপচয়ের অভিযোগ! গুজরাট জেলে বন্দি তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করল ইডি
বাংলার ঝুলিতে এসেছে আরও এক পদ্ম পুরস্কার (Padma Awards)। পদ্মশ্রী প্রাপকদের তালিকায় রয়েছেন জলপাইগুড়ির সারিন্দা বাদক ১০২ বছরের মঙ্গলকান্তি রায়।
আর কারা পেলেন পুরষ্কার
এছাড়াও তালিকায় (Padma Awards) রয়েছেন আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা, শিক্ষাবিদ ও সমাজসেবী সুধা মূর্তির মতো বিখ্যাত ব্যক্তিত্বরা। মরণোত্তর সম্মান প্রদান করা হচ্ছে কিংবদন্তী বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা ও রাজনীতিবিদ মুলায়ম সিং যাদবকে। মোট ১০৬ জনের নাম ঘোষণা করা হয়েছে।
পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন, তবলা বাদক জাকির হোসেন (পদ্মবিভূষণ), সুধা মূর্তি (পদ্মভূষণ), রবিনা টন্ডন (পদ্মশ্রী), প্রীতিকনা গোস্বামী (পদ্মশ্রী)।
আর রয়েছেন রয়েছেন তেলঙ্গানার (Padma Awards) প্রাক্তন অধ্যাপক বি রামাকৃষ্ণ রেড্ডি, দক্ষিণ ভারতের প্রবীণ লোকশিল্পী মুনিভেঙ্কাটাপ্পা, নাগা সংগীতশিল্পী এবং উদ্ভাবক মোয়া সুবং যিনি একটি বিশেষ ধরণের যন্ত্র 'বামভূম' তৈরি করেছেন। পদ্মশ্রী পেয়েছেন ইস্ট খাসি হিলসের বাসিন্দা দোতারা বাদক রিসিংবর কুরকালাং। মিজো লোকসংগীত শিল্পী কে সি রুনরেমসাংগি, কর্নাটকের লোকনৃত্য শিল্পী রানি মাচাইয়া, ছত্তিশগড়ের কাঠশিল্পী অজয় কুমার মান্ডাভি, হিমাচলপ্রদেশের জৈব কৃষিকাজে বিপ্লব ঘটানো নেকরাম শর্মা, ঝাড়খণ্ডের আদিবাসী অধ্যাপক জানুম সিং সয়, বিহারের বস্ত্রশিল্পী কপিলদেব প্রসাদ, রাজস্থানের পিথোরা শিল্পী পরেশ রাথওয়া, গুজরাটের কলমকারি শিল্পী ভানুবাই চৈতারা, জম্মু কাশ্মীরের সন্তুর বাদক গুলাম মহম্মদ জাজ, মহারাষ্ট্রের রঙ্গভূমি শিল্পী পরশুরাম কোমাজি খুনে, ছত্তিশগড়ের নাট্যশিল্পী দোমার সিং কুঁয়র।
+ There are no comments
Add yours