মাধ্যম নিউজ ডেস্ক: এক মহিলাকে অপহরণ। আর তার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অপহৃত মহিলা সহ অপহরণকারীদের আটক করল পুলিশ। এক রুদ্ধশ্বাস থ্রিলারের পরিসমাপ্তি, যা শুরু হয়েছিল দুর্গাপুরের পলাশডিহায়, শেষ হল মুর্শিদাবাদের সালারে। কিন্তু এই ঘটনাও প্রকাশ্যে নিয়ে এল এমন এক কাহিনী, যার সঙ্গে জড়িয়ে রয়েছে সেই নিয়োগ-দুর্নীতিই (Employment Corruption)। আরও মর্মান্তিক হল, টাকা দিয়ে চাকরি না হওয়ায় প্রতারিতরা তুলে নিয়ে গিয়েছিল আশ্বাসকারীর মাকে।
ঠিক কী ঘটেছিল?
বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ দুর্গাপুরের পলাশডিহায় একটি বাড়ির সামনে দুটি বোলেরো গাড়ি এসে থামে। দুটি গাড়িতে ছিল একাধিক পুরুষ ও মহিলা। ওই এলাকায় এক প্রৌঢ়াকে রীতিমতো চ্যাংদোলা করে বোলেরো গাড়িতে তুলে নেয় কয়েকজন মহিলা। এরপরেই দুটি গাড়ি তড়িঘড়ি এলাকা ছাড়ে। ঘটনার আকস্মিকতায় কার্যত হতভম্ব হয়ে যান এলাকার বাসিন্দারা। কোনও কিছু বোঝার আগেই দুটি গাড়ি উধাও হয়ে যায় ওই মহিলাকে নিয়ে।
চাকরি না পেয়েই মাকে অপহরণ?
এরপর খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসিপি তথাগত পাণ্ডের নেতৃত্বে আসে বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর, অপহৃত মহিলার ছেলে বাপন মজুমদার মুর্শিদাবাদের কিছু ব্যক্তির কাছ থেকে ডিভিসিতে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিল। চাকরি না হওয়ায় (Employment Corruption) ওই ব্যক্তিরা বারংবার বাপনকে চাপ দিচ্ছিল। এদিন বাপনের খোঁজেই এসেছিল তারা, না পেয়ে প্রৌঢ়া মাকে তুলে নিয়ে যায়। দুর্গাপুরের পুলিশ সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী সমস্ত জেলায় খবর পাঠায়। অবশেষে মুর্শিদাবাদের সালারে ওই দুটি গাড়িকে আটক করে সেখানকার পুলিশ। উদ্ধার হয় অপহৃতা মহিলা। ইতিমধ্যেই দুর্গাপুর থেকে পুলিশের একটি টিম মুর্শিদাবাদের উদ্দেশে রওনা হয়েছে। ডিসিপি পূর্ব কুমার গৌতম জানান, অপহৃতা মহিলা সহ আটক ব্যক্তিদের দুর্গাপুরে আনা হচ্ছে। তবে কতজনকে আটক করা হয়েছে, সেটা দুর্গাপুর পৌঁছনোর পরই জানা যাবে বলে জানান পুলিশের ওই আধিকারিক।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours