ICC: ফের ক্রিকেট দুর্নীতি! ৬ বছরের জন্য নির্বাসিত ইডেনে বিশ্বকাপজয়ী ক্রিকেটার

Marlon Samuels: জানেন কী কারণে নির্বাসিত হলেন ওয়েস্ট ইন্ডিজের মার্লন স্যামুয়েলস
mEZICATg
mEZICATg

মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (ICC World Cup 2023) রেশ কাটতে না কাটতেই ক্রিকেটে ফের দুর্নীতির ছায়া। ওয়েস্ট ইন্ডিজের বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটার মার্লন স্যামুয়েলসকে (Marlon Samuels) ৬ বছরের জন্য নির্বাসিত করল আইসিসি। ওয়েস্ট ইন্ডিজের দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে স্যামুয়েলসের। ২০১২ এবং ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের হয়ে ফাইনালে সর্বোচ্চ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিভিন্ন ফরম্যাটে ৩০০-র বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন স্যামুয়েলস। ১৮ বছর দেশের প্রতিনিধিত্ব করেছেন। 

ইডেনে খেলেছিলেন স্যামুয়েলস

২০২১ সালে স্যামুয়েলসের বিরুদ্ধে অপরাধের সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগ ওঠে। চলতি বছরের অগাস্ট মাসে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ হয়। অবশেষে এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতি দমন আইনে অভিযুক্ত হয়েছেন প্রাক্তন বিশ্বজয়ী ক্রিকেটার। ২০১৬-র টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ইডেন গার্ডেন্সে খেলেছিলেন স্যামুয়েলস। কার্লোস ব্রেথওয়েটের চার ছক্কা সত্ত্বেও স্যামুয়েলসের অবদান ভোলার নয়। ওই খেলায় তিনি ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হয়েছিলেন। ২০২০ সালের ডিসেম্বরে তিনি ক্রিকেট থেকে অবসর নেন।

কী অপরাধ করেছিলেন স্যামুয়েলস

চারটি অভিযোগ আনা হয়েছে স্যামুয়েলসের বিরুদ্ধে। জুয়াড়িদের থেকে উপহার, অর্থ এবং অন্যান্য ,সুযোগ সুবিধা নিয়েছেন তিনি। সেই তথ্য আইসিসি-র দুর্নীতি বিরোধী আধিকারিকদের কাছে লুকিয়ে গিয়েছেন। এ ছাড়া ৭৫০ ডলারের বেশি মূল্যের আর্থিক সুবিধা পেয়েও তা জানাননি।সবশেষে আইসিসি-র দুর্নীতি বিরোধী সংস্থার আধিকারিকদের সঙ্গে তদন্তে সহযোগিতা করেননি তিনি।  প্রয়োজনীয় কাগজপত্র বা তথ্য লোপাট করে  তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। আইসিসি-র দুর্নীতি দমন শাখার প্রধান অ্যালেক্স মার্শালের দাবি, স্যামুয়েলস সব নিয়ম জানা সত্ত্বেও দুর্নীতিতে মদত দিয়ে গিয়েছেন। অপরাধ করলেও তা লুকিয়ে গিয়েছেন। তাই তাঁকে ৬ বছরের জন্য় নির্বাসিত করেছে আইসিসি।

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles