Mithun Chakraborty: ‘‘আমি গর্বিত, সবাইকে ধন্যবাদ’’, পদ্মভূষণ পেয়ে আপ্লুত মিঠুন চক্রবর্তী

Padma Awards 2024: ‘‘কখনও কিছু চাইনি...’’, পদ্মভূষণ পেয়ে কী বললেন মিঠুন?
parliament_-_2024-01-26T171815919
parliament_-_2024-01-26T171815919

মাধ্যম নিউজ ডেস্ক: পদ্মভূষণ সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বাংলা এবং হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘ বছর চুটিয়ে কাজ করেছেন তিনি। পদ্মভূষণ সম্মান পেয়ে ভিডিও বার্তায় মহাগুরু জানালেন, ‘‘আমি গর্বিত, আমি আনন্দিত এই পুরস্কার পাওয়ার জন্য। আমি আমার জীবনে কখনও নিজের জন্য কারোর কাছ থেকে কিছু চাইনি। তাই কিছু না চেয়ে পাওয়ার যে আনন্দ আজ তা উপলব্ধি করছি।’’

কী বললেন মিঠুন

বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, কেন্দ্রীয় সরকার পদ্মবিভূষণ এবং পদ্মভূষণ প্রাপকদের তালিকা ঘোষণা করেছে। প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু এবং অভিনেতা চিরঞ্জীবী এবং বৈজয়ন্তীমালাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ দেওয়া হয়েছে। পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী৷ পদ্মভূষণ সম্মান পেয়েছন উষা উথুপও। সম্মানলাভের পর সকলকে অভিনন্দন জানিয়েছেন মিঠুন। তিনি বলেন, ‘‘পুরস্কার পাওয়ায় দারুণ অনুভূতি হচ্ছে। এই সম্মান দেশ এবং বিদেশের আমার ফ্যান এবং শুভাকাঙ্ক্ষীদের উৎসর্গ করছি। যাঁরা এতদিন ধরে আমাকে নিঃস্বার্থভাবে ভালবেসেছেন এবং এখনও ভালবেসে চলেছেন। আমাকে যে সম্মান দেওয়া হল, সেই সম্মান পেয়ে আমি সত্যিই গর্বিত। যাঁরা আমাকে মনোনীত করলেন, তাঁদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালবাসা রইল।’’

আরও পড়ুন: প্রাণী কল্যাণে বিশেষ অবদান, মাহুত বন্ধু অসমের পার্বতীকে পদ্ম সম্মান

বাঙালির বিশেষ অবদান 

বাংলা চলচ্চিত্র মৃগয়া দিয়ে মিঠুন চক্রবর্তীর কেরিয়ার শুরু। মৃণাল সেন পরিচালিত এই ছবিটি ১৯৭৬ সালে মুক্তি পাওয়ার পর থেকে সকলের নজরে এসেছিলেন মিঠুন। তাঁর ডিস্কো ড্যান্সার আজও যুবকদের কাছে আইকন। এ বছর মোট ৩৪ জন কেন্দ্রীয় সরকারের পদ্মশ্রী সম্মান পেয়েছেন। মিঠুন চক্রবর্তী ছাড়াও বাংলা থেকে এবছর পদ্ম সম্মান পাচ্ছেন আরও চার বাঙালি৷ তাঁরা হলেন পুরুলিয়ার আদিবাসী পরিবেশকর্মী দুখু মাজি এবং ছৌ নাচের মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর। যদিও নেপাল ২০২৩ সালে প্রয়াত হয়েছেন। তিনি মরণোত্তর সম্মান পাবেন।এ ছাড়াও, বাংলার পদ্মশ্রী প্রাপকদের তালিকায় নাম রয়েছে কলকাতার মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল এবং বীরভূমের ভাদু শিল্পী রতন কাহারের।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles