মাধ্যম নিউজ ডেস্ক: মেটা মালিকাধীন এই জনপ্রিয় অ্যাপটি তাদের ব্যবহারকারীদের সুবিধার্থে প্রায় প্রতিদিনই নতুন নতুন ফিচার যুক্ত করে চলেছে। বর্তমানে View Once Feature অর্থাৎ একবার দেখার সুযোগ এই ফিচারটি যুক্ত করতে চলেছে হোয়াটসঅ্যাপ।সংস্থা সূত্রে জানা যাচ্ছে, কোন ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ওয়েব খোলা রাখে সেক্ষেত্রে সে একটিবার নতুন মেসেজটি দেখতে পাবে।এই মেসেজটি পুনরায় দেখার জন্য তাঁকে তাঁর মোবাইল ফোনটি খুলতে হবে। আপাতত এই ফিচারটি বিটা ইউজারদের জন্য চালু করা হবে।
এছাড়া এর আগে একবার দেখার সুযোগ (View Once) মেসেজগুলিকে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করা যেত কিন্তু নতুন ফিচারে ব্যবহারকারীদের নিরাপত্তার দিকটি মাথায় রেখে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডের অপশনটি বন্ধ করবে হোয়াটসঅ্যাপ।তবে এই ফিচার কবে আসবে তা নিয়ে স্পষ্ট কিছু জানায়নি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
এদিকে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সহজেই অন্য কারোর থেকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লুকাতে পারবেন। হোয়াটসঅ্যাপ কয়েক মাস আগেই এই অনলাইন স্ট্যাটাস হাইডিং ফিচার চালু করেছে। বর্তমানে আইওএস (iOS) এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে সমস্ত ব্যবহারকারীদের জন্য এই বৈশিষ্ট্যটি উপলব্ধ। সুতরাং, যে কোনও ইউজার সহজেই আপনার বস বা একজন স্টকার থেকে হোয়াটসঅ্যাপ অনলাইন স্ট্যাটাস লুকিয়ে রাখতে পারবেন।এতদিন হোয়াটসঅ্যাপে লাস্ট সিন বন্ধ করা গেলেও অনলাইন থাকলে সকলে দেখতে পেতেন। তবে এবার সেই ঝামেলা থেকে মুক্তি মিলছে।সংস্থার তরফে জানানো হয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে সব গ্রাহকের ফোনে এই প্রাইভেসি ফিচার পৌঁছে যাবে।এছাড়াও নতুন কমিউনিটি ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারে (WhatsApp New Features) একসঙ্গে ভিডিও কল করা যাবে ৩২ জনের সঙ্গে। কোনও নির্দিষ্ট একটি গ্রুপে রাখা যাবে ১ হাজার ২৪ জনকে। যে সংখ্যাটা এখন রয়েছে ২০০।
কোনও ছবিতে রি-অ্যাকশনের সুযোগ আগেই যোগ হয়েছিল, এবার আসছে পোল। অর্থাৎ ভোটাভুটির সুযোগ। আর সবথেকে গুরুত্বপূর্ণ হল, হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে তাদের অন্যতম নতুন ফিচার তথা আপডেট। কমিউনিটি। এই কমিউনিটির মাধ্যমে আসলে একাদিক গ্রুপকে এক ছাতার তলায় রেখে কথোপকথনে আর সুবিধা মিলবে।
হোয়াটসঅ্যাপ কমিউনিটি-র (Whatsapp Communities) মাধ্যমে এক ছাতার রাখা যাবে একাধিক গ্রুপকে। অর্থাৎ অফিস বা বাড়ির একাধিক গ্রুপ ছড়িয়ে ছিটিয়ে থাকার বদলে আপনার সুবিধামতো জায়গায়, বলা ভাল আরও বেশি হাতের কাছে থাকবে। পাশাপাশি বেশ কিছুদিন ধরে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর এবার ইন-চ্যাট পোল তথা কথোপকথনের মাঝেই ভোটাভুটির অবকাশের সুযোগ সামনে আনল হোয়াটসঅ্যাপ।
+ There are no comments
Add yours