salim durani: ৮৮  বছরে প্রয়াত হলেন কিংবদন্তি ক্রিকেটার সেলিম দুরানি

১৯৩৪ সালের ১১ ডিসেম্বর আফগানিস্তানের কাবুলে জন্মগ্রহণ করেছিলেন সেলিম
selim_durani
selim_durani

মাধ্যম নিউজ ডেস্ক: চলে গেলেন ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি। রবিবার নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন সেলিম দুরানি (salim durani)। তাঁর প্রয়াণে ভারতীয় ক্রিকেটে এক বিরাট যুগের অবসান ঘটল বলে মনে করছে ক্রীড়া মহল। বিদেশের মাটিতে জন্মেও ভারতের হয়ে খেলেছেন ‘প্রিন্স’!

কী জানা গেল পরিবার সূত্রে

পরিবার সূত্রে খবর, রবিবার সকালে জামনগরের বাড়িতে মারা যান তিনি। বেশ কিছুদিন ধরে বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন সেলিম (salim durani)। মাঠে যেমন লড়াই করতেন বিপক্ষের বিরুদ্ধে, তেমনই জীবনের যুদ্ধে লড়াই করছিলেন প্রাক্তন এই অলরাউন্ডার। আজ হার মানলেন জীবন যুদ্ধে।

কাবুলে জন্মগ্রহণ করেন সেলিম দুরানি (salim durani)

১৯৩৪ সালের ১১ ডিসেম্বর আফগানিস্তানের কাবুলে জন্মগ্রহণ করেছিলেন সেলিম। তবে পরে সেলিমের (salim durani) পরিবার চলে আসে গুজরাতে। সেখানেই বড় হয়েছেন তিনি, তৈরি হয় ক্রিকেটের প্রতি ভালবাসা। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান অনস্বীকার্য।

ভারতকে প্রথম টেস্ট সিরিজ জেতাতে বড় অবদান ছিল তাঁর

সেলিম দুরানির নাম উঠলেই ক্রিকেট প্রেমীদের মনে পড়ে যায় ১৯৬০-৬১ সালের কথা। ভারত প্রথম টেস্ট সিরিজ জিতেছিল সেই সময়। আর সেই জয়ের পিছনে মূল কান্ডারি ছিলেন সেলিম। ইংল্যান্ডের বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল ভারত।
প্রথম ম্যাচ জেতে চেন্নাইয়ে, আর সিরিজের শেষ ম্যাচ জেতে কলকাতায়। এই দুই ম্যাচ মিলিয়ে দুরানি মোট ১৮টি উইকেট নিয়েছিলেন। যা আজও ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

১৯৬০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয় তাঁর

১৯৬০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে ভারতীয় দলে অভিষেক হয় বাঁ-হাতি এই অলরাউন্ডারের। একের পর এক ম্যাচে বিপক্ষকে নাস্তানাবুদ করেছেন তিনি। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জেতার নায়কও তিনিই। সেবছরই তিনি ভারতের জার্সিতে শেষ ম্যাচ খেলেন। ভারতের হয়ে ২৯টি টেস্ট খেলেছেন দুরানি (salim durani)। ক্রিকেটার হিসেবে প্রথম তিনিই অর্জুন পুরস্কার পেয়েছিলেন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles