মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচন মিটে যাওয়ার পরেও বোমা বিস্ফোরণ এবং আতঙ্ক থেকে যেন মুর্শিদাবাদ (Murshidabad) রক্ষা পাচ্ছে না। বৃহস্পতিবার বিকেলে স্নান করতে গিয়ে, পুকুর পাড়ে খেলার সময় হঠাৎ বোমা বিস্ফোরণে আহত হল এক শিশু (৯)। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। আহতের নাম রাজীব শেখ।
কোথায় ঘটল ঘটনা (Murshidabad)?
ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকের লস্করপুর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামশেরগঞ্জ থানার পুলিশ। বোমা কী উদ্দেশ্যে রাখা হয়েছিল পুকুর পাড়ে, তা নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। কেউ কোনও প্রকার ষড়যন্ত্রের উদ্দেশ্যে রেখেছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
গ্রামবাসীর বক্তব্য
লস্করপুর গ্রামের নবীন সংঘ ক্লাবের সদস্য আবিদ হাসান জানিয়েছেন, আচমকাই বোমা বিস্ফোরণ ঘটে গতকাল বিকেলে। যে জায়গায় বিস্ফোরণ হয়, তা একটি পুকুর পাড়ের ফাঁকা জমি। এই স্থানেই ঘটনার আগের দিনে বেগুন গাছ লাগানো হয়েছিল। কীভাবে ঘটল বিস্ফোরণ! বিস্ময় প্রকাশ করেছেন তিনি। বোমার আঘাতে শিশুর ডান হাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। ক্ষতস্থানে ২টি সেলাই পড়েছে বলেও জানিয়েছেন তিনি।
রাজ্যে বোমায় আক্রান্ত শিশু
পঞ্চায়েত ভোটের মনোনয়ন থেকে ফলাফল এবং বোর্ড গঠন পর্যন্ত সবথেকে বেশি বোমা উদ্ধার এবং বিস্ফোরণের ঘটনা ঘটছে মুর্শিদাবাদ (Murshidabad) জেলায়। এছাড়াও শীর্ষ তালিকায় রয়েছে মালদা, বীরভূম, কোচবিহার এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা। এই বোমায় শাসক এবং বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা যেমন আক্রান্ত হয়েছেন, সেই সঙ্গে বাদ যায়নি শিশুরাও। নির্বাচন চলাকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে শীতলকুচি, ভাঙড়, ডোমকল, বেলডাঙ্গা, মেদিনীপুরের পিংলা, বকচা সর্বত্র একাধিক বার শিশুরা খেলতে গিয়ে বোমার আঘাতে আহত এবং মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু প্রশাসনের ঘুম ভাঙেনি তাতেও। জীবনতলার সপ্তম শ্রেণির ছাত্রী পৌলমী হালদার, ফুল তুলতে গিয়ে ডান হাত উড়ে গিয়েছিল বোমার আঘাতে। ভাটপাড়ায় একুশের বিধানসভা নির্বাচনের সময় বোমার আঘাতে দ্বাদশ শ্রেণির এক ছাত্রের মৃত্যু ঘটেছিল।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours