Kolkata Knight Riders: ছিলেন অধিনায়ক, এবার কেকেআর-এর মেন্টর গম্ভীর! উচ্ছ্বসিত নাইট অধিপতি শাহরুখ

Gautam Gambhir in KKR : ফের নাইট শিবিরে গম্ভীর, আইপিএল জিততে মরিয়া কেকেআর
WhatsApp-Image-2023-11-22-at-1259.46
WhatsApp-Image-2023-11-22-at-1259.46

মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সে ফিরছেন গৌতম গম্ভীর। গত বছর লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গম্ভীর। আইপিএলে লখনউ দলের মালিক ছিলেন বাংলার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। যিনি মোহনবাগান সুপার জায়ান্টেরও মালিক। বাংলার এই ব্যবসায়ীর আইপিএল দলেরই মেন্টর ছিলেন গম্ভীর। সেখান থেকে তিনি চলে এলেন একেবারে বাংলায়। এবার তাঁকে মেন্টর হিসাবে নিয়ে এলেন কেকেআরের মালিক শাহরুখ খান। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে কাজ করবেন ২০১১-র বিশ্বকাপ জয়ী দলের সদস্য। 

গম্ভীরের সময়ই খেতাব

২০১১ থেকে ২০১৭ পর্যন্ত কলকাতার হয়ে খেলেছেন গম্ভীর। এই সময়ের মধ্য়ে তাঁর অধিনায়কত্ব ২০১২ ও ২০১৪-য় দু'বার আইপিএল জেতে নাইটরা। শুধু তাই নয়, তাঁর সময় পাঁচবার প্লে অফ গিয়েছে শাহরুখের টিম। ২০১৪-য় চ্যাম্পিয়ন্স ট্রফি-র যোগ্যতা অর্জনও করেছিল কেকেআর। তাঁকে মেন্টর করে শাহরুখ বলেন, “গম্ভীর আমাদের পরিবারের সদস্য ছিল। অধিনায়ক থেকে মেন্টর হল ও। গম্ভীরের অভাব বোধ করছিলাম আমরা। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে গম্ভীরের জুটি দেখার জন্য মুখিয়ে আছি। ওরা হারতে জানে না। কেকেআরের জন্য ওরা ম্যাজিক তৈরি করবে।”

ফের কলকাতায় ফিরে খুশি

কেকেআরে নতুন দায়িত্ব পেয়ে গম্ভীর বলেন, “আমি আবেগে ভেসে যাই না। কিন্তু এই ঘটনা আমার মধ্যেও আবেগ এনে দিয়েছে। আমি সেই জায়গায় ফিরে গিয়েছি, যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল। আমার গলা বুজে আসছে। কিন্তু বুকে আগুন অনুভব করছি এটা ভেবে যে, আবার কেকেআরের জার্সি পরতে পারব। আমি শুধু কেকেআরে ফিরছি না। আমি কলকাতায় ফিরছি। জয়ের খিদে নিয়ে ফিরছি। আমি কেকেআরের ২৩ নম্বর। আমি কেকেআর।”

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles