মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। অভিনন্দন জানাতে তাঁকে ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তার পরে ফোনের ও প্রান্ত থেকে যা শুনলেন, তাতে ভারতীয় হিসেবে গর্ব বোধ করবেন যে কেউই। মনে রাখতে হবে, ট্রাম্পের জয়ের পর বৈশ্বিকে নেতাদের মধ্যে তাঁকে প্রথম ফোনটি করেন ভারতের প্রধানমন্ত্রী।
মোদি-ট্রাম্প বন্ধুত্ব (PM Modi)
ট্রাম্পের সঙ্গে যে ক’জন বিশ্ব নেতার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তার মধ্যে অন্যতম মোদি। মোদির সম্মানেই ট্রাম্পের জমানায় আয়োজন করা হয়েছিল ‘হাউডি মোদি’র। বন্ধুত্বের সম্মানে পাল্টা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মোদিও। গুজরাটের ওই অনুষ্ঠানের নাম ছিল ‘নমস্তে ট্রাম্প’। এর আগের দফায় ট্রাম্প যখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন, তখন মোদি ও ট্রাম্পের দেখা হয়েছিল তিনবার। মোদিই প্রথম বিদেশি রাষ্ট্রনেতা যিনি ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে ডিনারও করেছিলেন। এহেন ট্রাম্পের জয়ের খবর পেয়েই ফোন করেন ‘বন্ধু’ মোদি (PM Modi)।
ট্রাম্পের মুখে কেবলই মোদি-স্তুতি
সূত্রের খবর, দু’পক্ষের এই ফোনালাপে ট্রাম্পের মুখে শোনা গিয়েছে কেবলই মোদি-স্তুতি। ট্রাম্প জানিয়েছেন, গোটা বিশ্ব মোদিকে ভালোবাসে। মোদির প্রশংসা করে ট্রাম্প বলেন, “ভারত একটি দারুণ দেশ, প্রধানমন্ত্রী মোদি একজন দারুণ মানুষ। আমি মোদি ও ভারতকে সত্যিকারের বন্ধু বলে মনে করি।” ট্রাম্প জানান, মোদিই প্রথম আন্তর্জাতিক স্তরের কোনও নেতা, যিনি তাঁকে প্রথম শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: নতুন বছরে ভারতে হবে কোয়াড সম্মেলন, আমেরিকার প্রতিনিধিত্ব করবেন ট্রাম্প
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “আমার বন্ধু, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি দুর্দান্ত কথোপকথন হয়েছে, তাঁর দর্শনীয় বিজয়ের জন্য তাঁকে অভিনন্দন জানাচ্ছি। প্রযুক্তি, প্রতিরক্ষা, শক্তি, মহাকাশ এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে ভারত-মার্কিন সম্পর্ক আরও জোরদার করার জন্য আবার এক সঙ্গে কাজ করতে উন্মুখ।”
Had a great conversation with my friend, President @realDonaldTrump, congratulating him on his spectacular victory. Looking forward to working closely together once again to further strengthen India-US relations across technology, defence, energy, space and several other sectors.
— Narendra Modi (@narendramodi) November 6, 2024
ট্রাম্পের মুখে মোদি-প্রশস্তি শোনা গিয়েছে আগেও। বিভিন্ন সময় ট্রাম্প মোদির সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা বলেছেন। নির্বাচনী প্রচার পর্বেও ট্রাম্প বারংবার উল্লেখ করেছেন তাঁর সঙ্গে মোদির সম্পর্কের কথা। মোদির ভূয়সী প্রশংসাও শোনা গিয়েছেন একাধিক নির্বাচনী জনসভায়। মোদিকে (PM Modi) ট্রাম্প (Donald Trump) ‘মহান ব্যক্তি’, ‘মহান নেতা’ ও ‘ভালো বন্ধু’ বলেও উল্লেখ করেন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
+ There are no comments
Add yours