Aadhaar-Voter ID Linking: ভোটার কার্ডের সঙ্গে আধার যুক্ত করা বাধ্যতামূলক নয়! কী জানালেন কেন্দ্রীয় মন্ত্রী?

Aadhaar-Voter ID Linking: আধার-ভোটার লিঙ্ক করা নিয়ে ধন্দে ছিলেন বহু ভারতবাসী।
Adhar_voter_link
Adhar_voter_link

মাধ্যম নিউজ ডেস্ক: ভোটার কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক করা না হলেও কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে না। ১৬ ডিসেম্বর, শুক্রবার সংসদে তিন সাংসদের প্রশ্নের জবাবে সাফ জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু।

আধার কার্ড - ভোটার আইডি যুক্ত করা নিয়ে অনেকের মনেই একাধিক প্রশ্ন। অনেকে জানেন, ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্তটা করাটা বাধ্যতামূলক। আবার অনেকে বলেন, ভোটার-আধার আইডি লিঙ্ক করার কোনও প্রয়োজনীয়তা নেই। আবার কিছু সোশ্যাল মিডিয়াতে বলা হয়েছে, ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত না করলে ভোটার তালিকা থেকে বাদ পড়বে নাম।  ফলে পুরো বিষয়টির কোনও কিছুই নিশ্চিত নয়। কিন্তু এবারে এই বিষয়টি সংসদে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেন রিজিজু।

আরও পড়ুন: ‘এটা রাহুলের প্রপিতামহ নেহরুর ভারত নয়…’, কেন বললেন বিজেপি নেতা, জানেন?

কিরেন রিজিজু কী ঘোষণা করলেন?

আইন মন্ত্রী কিরেন রিজিজু ভোটার আইডি ও আধার কার্ডের লিঙ্ক করা নিয়ে বলেন, " ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করাটা একেবারেই ভোটারদের ইচ্ছাধীন। এটা না করলে ভোটার তালিকা থেকে নাম বাদ করার কোনও সম্ভাবনাই নেই।” আরও জানানো হয়েছে, লিঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই ভোটারদের সম্মতি নিতে হবে। নির্বাচনী আইন (সংশোধনী), ২০২১-এ নির্বাচনী আধিকারিকদের শুধুমাত্র পরিচয় প্রমাণের জন্য ভোটারদের আধার নম্বর জিজ্ঞেস করার অনুমতি দেওয়া হয়েছে। তবে, ভোটাররা না চাইলে, তা নাও দিতে পারেন বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

চলতি বছরের ১ অগাস্ট থেকে ভারতের নির্বাচন কমিশন ভোটারদের ইচ্ছার ভিত্তিতে তাঁদের আধার নম্বর সংগ্রহ করা শুরু করেছে। তবে, এরপরই অভিযোগ উঠেছিল, নির্বাচন কর্তৃপক্ষ ভোটার পরিচয়পত্রের সঙ্গে আধার সংযোগ করা বাধ্যতামূলক করেছে। আধার-ভোটার কার্ড লিঙ্ক করা সংক্রান্ত দুটি বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি আবেদনও করা হয়েছিল। তাতে বলা হয়েছিল, সরকারি নিয়ম এবং বিজ্ঞপ্তি জারি করে, ভারতের নির্বাচন কমিশন নাগরিকদের আধার নম্বর ভোটার তালিকার সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক করতে চাইছে। কিন্তু এরপরেই ভোটার বা আধার লিঙ্ক করা নিয়ে একাধিক প্রশ্ন উঠলে কিরেন রিজিজু স্পষ্ট জানিয়ে দেন যে, আধার কার্ড না থাকলেও, ভোটার তালিকায় নাম থাকা কোনও নাগরিকের ভোট দিতে অসুবিধা হবে না। যদি কোনও নাগরিক আধার-ভোটার লিঙ্ক করাতে চাইলে করবেন ও আবার যদি কেউ লিঙ্ক করতে না চান, তবে করবেন না। পুরো বিষয়টি নাগরিকদের ইচ্ছার উপর নির্ভর করে।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles