মাধ্যম নিউজ ডেস্ক: ইতিহাস গড়লেন অদিতি গোপীচাঁদ স্বামী (Aditi Swami)। তিরন্দাজিতে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ১৭ বছর বয়সের এই মেয়ে। হারালেন মেক্সিকোর আন্দ্রেয়া বেকেরাকে। ১৪৯-১৪৭ ব্যবধানে জিতলেন অদিতি। এই বিভাগে ব্রোঞ্জ জিতলেন ভারতের জ্যোতি সুরেখা ভেনাম। সেমিফাইনালে জ্যোতিকে ১৪৯-১৪৫ হারিয়ে ফাইনালে উঠেছিলেন অদিতি। গত মাসে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন তিনি। পাশাপাশি তিরন্দাজির এশিয়া কাপেও সোনা জেতেন অদিতি।
WHAT.A.MOMENT
— India_AllSports (@India_AllSports) August 5, 2023
✨ 2 Indian girls on the victory podium of WORLD CHAMPIONSHIPS (Archery) | Aditi Swami, the GOLD medalist & Jyothi Vennam, the Bronze medalist ✨
Tears in our eyes as we type this... pic.twitter.com/41U0fAJXdl
সোনার মেয়ে অদিতি
ব্যক্তিগত বিভাগে দেশের প্রথম তিরন্দাজ হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন অদিতি। জার্মানির বার্লিনে আয়োজিত তীরন্দাজি বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত বিভাগের কম্পাউন্ড ফাইনালে দু বারের বিশ্ব চ্যাম্পিয়ন আন্দ্রেয়াকে হারিয়ে ইতিহাস গড়লেন মহারাষ্ট্রের সাতারার তীরন্দাজ।
Aditi Swami gets the FIRST individual WORLD TITLE for India.
— World Archery (@worldarchery) August 5, 2023
The 17-year-old prodigy is now the world champion. 🏆#WorldArchery pic.twitter.com/oBbtgxyzq3
মাত্র ১১ বছর বয়সে তিরন্দাজি শুরু করেছিলেন অদিতি। এই বছরের শুরুতে তিরন্দাজির বিশ্বকাপে অনূর্ধ্ব-১৮ বিভাগে রেকর্ড গড়েছিলেন তিনি। ৭২০ পয়েন্টের মধ্যে ৭১১ পেয়েছিলেন তিনি। আমেরিকার লিকা অ্যারিয়োলাকে ছ’পয়েন্টে হারিয়ে দিয়েছিলেন অদিতি।
দলগত বিভাগেও সাফল্য
চলতি বিশ্ব তিরন্দাজিতে গতকাল, শুক্রবার দলগত কমপাউন্ড ইভেন্টে জ্য়োতি সুরেখা ভেনম, পারনীত কৌরকে নিয়ে দেশকে সোনা এনে দিয়েছিলেন অদিতি স্বামী। ফাইনালে তাঁরা ২৩৫-২২৯ ব্যবধানে হারিয়েছিলেন মেক্সিকোকে। ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
A proud moment for India as our exceptional compound Women's Team brings home India's first-ever gold medal in the World Archery Championship held in Berlin. Congratulations to our champions! Their hard work and dedication have led to this outstanding outcome. pic.twitter.com/oT8teX1bod
— Narendra Modi (@narendramodi) August 5, 2023
দীপিকা কুমারী, দোলা বন্দ্যোপাধ্যায়রা দেশকে অনেক সাফল্য এনে দিলেও কখনও বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপের ব্যক্তিগত বিভাগে সোনা জিততে পারেননি। তবে ২০২১ সালে তিরন্দাজি বিশ্বকাপে সোনা জিতেছিলেন দীপিকা। বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে দু বার দলগত বিভাগে রুপো জিতলেও কখনও ব্যক্তিগত বিভাগে পদক জিততে পারেননি দীপিকা কুমারী।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours