মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে এবারে কড়া প্রতিক্রিয়া দিল আমেরিকা। ইউক্রেনের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে রাশিয়া 'মানবতাবিরোধী অপরাধ' করেছে, এমনটাই বলতে দেখা গেল প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসকে। ইউক্রেনীয় জনগণকে নির্বিচারে হত্যা, নির্যাতন, ধর্ষণ ও নির্বাসনে পাঠানোর মত জঘন্য কাজ করেছে রুশ বাহিনী। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রায় ১ বছর হতে চলেছে, তবে কোনও দেশই থামার নয়। রুশ বাহিনী চালিয়ে যাচ্ছে একের পর এক মিসাইল হামলা। পালাটা জবাব দিয়ে চলেছে ইউক্রেনও। এরই মধ্যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে রাশিয়ার বিরুদ্ধে বলতে দেখা গেল।
কমলা হ্যারিস কী কী বললেন?
আজ থেকে এক বছর আগে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। যুদ্ধের একবছরে ইউক্রেনের সর্বভৌমত্ব রক্ষা-সহ বিভিন্ন দেশকে ঐক্যবদ্ধ রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা। সেই প্রয়াসেরই অংশ হিসেবে মিউনিখ শহরে সভা করেন হ্যারিস। শনিবার (১৮ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে আয়োজিত নিরাপত্তা সম্মেলনে দেওয়া বক্তব্যে কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি। এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তুমুল সমালোচনাও করেন তিনি।
কমলা হ্যারিস বলেন, “আমাদের কাছে প্রমাণ রয়েছে ও আমরা আইন জানি। কোনও সন্দেহ নেই যে, রাশিয়ার কাজগুলো মানবতার বিরুদ্ধে। আর আমেরিকা ঘোষণা করেছে, পুতিনের দেশ মানবতাবিরোধী অপরাধ করেছে। পুতিন যদি মনে করেন, আমরা ইউক্রেনকে সমর্থন দেওয়া থেকে পিছিয়ে আসব, তাহলে তিনি খুব খারাপভাবে ভুল করেছেন। সময় আসলে তার পক্ষে নয়।” রুশ বাহিনী ইউক্রেনের জনগণের ওপর আক্রমণ-নির্যাতন চালিয়েছে। এ অপরাধগুলোর সঙ্গে জড়িত রুশ কর্মকর্তাদের সবাইকে উত্তর দিতে হবে। ওয়াশিংটন কিয়েভকে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, তার সবই পূরণ করবে বলে জানান কমলা হ্যারিস।
আরও পড়ুন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে আরও এক ভারতীয় বংশোদ্ভূত, জানেন কে তিনি?
কমলার মন্তব্যকে সমর্থন ইউক্রেনের
এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্টের বক্তব্য সমর্থন করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। তিনি বলেন, আমেরিকার মত তাঁরাও দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, ইউক্রেনে অতি জঘন্য মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছে রাশিয়া।
তবে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো বরাবরই রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানোর অভিযোগ তুললেও, শুরু থেকেই বিষয়টি অস্বীকার করে আসছে মস্কো। প্রসঙ্গত, জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে বিভিন্ন দেশের নেতারা উপস্থিত হয়েছেন। প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন উপরাষ্ট্রপতিও অংশ নিয়েছিলেন এতে। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার সমালোচনা করছেন পশ্চিমা নেতারাও।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours