মাধ্যম নিউজ ডেস্ক: টিটিই-র ধাক্কায় চলন্ত রাজধানী এক্সপ্রেস থেকে পড়ে গিয়ে দুই পা কাটা পড়ল সেনা জওয়ানের (Army Jawan) । বর্তমানে তিনি সামরিক হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন। ২৯ বছর বয়সি জওয়ানের নাম সোনু কুমার সিং। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ উত্তরপ্রদেশের বরেলি স্টেশনের কাছে।
ঠিক কী ঘটেছিল?
সংবাদসংস্থা সূত্রে খবর, বরেলি ছেড়ে ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস (২০৫০৩) দিল্লি অভিমুখে যাচ্ছিল। উত্তরপ্রদেশের বালিয়া জেলার বাসিন্দা জওয়ান (Army Jawan) সোনুর পোস্টিং দিল্লিতে। কর্মস্থলে যোগ দিতেই তিনি যাচ্ছিলেন। অভিযোগ, ট্রেন যখন স্টেশন থেকে চলতে শুরু করেছিল, সেই সময় চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন সোনু। টিটিই দরজা বন্ধ করে দিলে সোনু প্ল্যাটফর্ম ও লাইনের মাঝে পড়ে যান।
আরও পড়ুন: ভিসা পেতে ভারতীয়দের লাগবে না পিসিসি, বড় ঘোষণা সৌদি আরবের
প্রত্যক্ষদর্শীদের বয়ান...
এই ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী স্টেশনের একজন চা বিক্রেতা দেশ রাজ বলেন, ‘‘আমি সকালে চা বিক্রি করছিলাম। তখন দেখলাম একজন ব্যক্তি বি-৬ কামরায় ওঠার চেষ্টা করছেন। তখন টিটি জোরপূর্বক দরজাটি ঠেলে দেন। এর ফলে ওই ব্যক্তি প্ল্যাটফর্ম এবং চলন্ত ট্রেনের মাঝামাঝি পড়ে যান। মুহূর্তের মধ্যে স্টেশনে দাঁড়িয়ে থাকা লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করলে, চালক ট্রেনটিকে থামিয়ে দেন। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে বাইরে বের করা হয়। পরে আমরা জানতে পারি তিনি সেনা জওয়ান (Army Jawan)।’’
অভিযোগ দায়ের
বরেলি স্টেশনের জিআরপি ইনচার্জ অজিত প্রতাপ সিং বলেছেন, ‘‘এদিন দু'নম্বর প্ল্যাটফর্মে টিটিই কুপান বোরের বিরুদ্ধে অভিযোগ আসে যে তিনি একজন জওয়ানকে (Army Jawan) ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দিয়েছেন। বর্তমানে ওই জওয়ানের অবস্থা আশঙ্কাজনক।’’ কর্মরত এই টিটিই-র বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন সুবেদার হারিন্দর কুমার সিং। জানা গেছে ভারতীয় দণ্ডবিধি ৩২৬ এবং ৩০৭ ধারায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার পরেই উত্তেজিত জনতা কয়েকজন রেলকর্মীকে মারধর করে বলে অভিযোগ। জিআরপি গিয়ে তাঁদের উদ্ধার করে। অভিযুক্ত টিটিই এখনও পর্যন্ত পলাতক।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours