মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সভা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেখানে কটাক্ষ করেছেন বিজেপিকে। তারই কড়া জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবার সভা শেষে ফের হামলারও শিকার হয় বিজেপি সমর্থক। গতকাল পিংলায় শুভেন্দু অধিকারীর সভা থেকে ফেরার পথে হামলার মুখে পড়ে বিজেপি কর্মী, সমর্থকদের বাস। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় ঘাটাল দাসপুর রাজ্য সড়কের নিমতলা এলাকায়। বাসের উপর ইটবৃষ্টি করা হয়। দুষ্কৃতীদের ছোড়া ইটের আঘাতে আহত হয় বাসের চালক। অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মীরা তাঁদের যাত্রাপথে আক্রমণ ঘটিয়েছে। তৃণমূলের লোকজন এই হামলা চালিয়েছে। বিরোধী দলনেতার সভায় মানুষের উপচে পড়া ভিড় দেখে তটস্থ তারা। পঞ্চায়েত ভোটের আগে কাঁপন ধরছে শাসকশিবিরে। তাই এভাবে হামলা করা হচ্ছে।
ঠিক কী ঘটেছিল?
রবিবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় সভা করেন শুভেন্দু অধিকারী। স্থানীয় সূত্রে খবর, বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে ঘাটাল থেকে বেশ কিছু কর্মী সমর্থক বাসে করে শুভেন্দু অধিকারীর সভায় যোগ দিতে যায়। সভা থেকে বাড়ি ফেরার পথে দাসপুরের নিমতলার কাছে হঠাৎই ইট দিয়ে কিছু দুষ্কৃতী হামলা চালায় বিজেপি সমর্থকদের বাসে। আক্রমণের প্রতিবাদে বাস থেকে নেমে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিজেপি কর্মীরা। এই ঘটনায় কেউ গুরুতর জখম না হলেও ইটের আঘাতে একজন বাসচালক চোট পান। এরপর ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। কোনওক্রমে বিজেপি কর্মীদের বুঝিয়ে এলাকা থেকে সরিয়ে দেয় তারা। কারা হামলা চালাল তা খতিয়ে দেখছে ঘাটাল ও দাসপুর থানার পুলিশ।
মমতাকে আক্রমণ শুভেন্দুর
রবিবার পিংলায় সভা করে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ নাম না-করে শুভেন্দু এদিন বলেন, "মাননীয়া হলেন কোম্পানির মালিক ও মাননীয় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর৷" মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে টুপি পরিয়ে এখন অন্যের টুপি নিয়ে টানাটানি করছেন বলেও এদিন মন্তব্য করেন শুভেন্দু। এছাড়াও রাজ্যের দুর্নীতি ও গণতন্ত্রহীনতা নিয়ে সরব হন শুভেন্দু অধিকারী৷ তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এবং প্রকল্পের টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঠিয়েছেন৷ কিন্তু এখানকার শাসকদলের মাননীয়া এবং তার ম্যানেজিং ডিরেক্টর সেই টাকা ঝেড়ে দিয়েছে। যার জন্য এখানকার জনগণকে জিজ্ঞেস করলে তাঁরা উত্তরে বলবে যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা তাঁরা পাচ্ছেন না।”
অভিষেককে জবাব বিরোধী দলনেতার
আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার কেশপুরের সভা থেকে বলেছিলেন, “বিরোধীরা আদৌ সব আসনে দিতে পারবে তো?” মন্তব্যের কড়া জবাব দিয়ে শুভেন্দু বলেছেন "তুমি কে হরিদাস পাল? আমাদের প্রার্থী ঠিক করে দেবে। আমরা পঞ্চায়েত নির্বাচনের লড়ে নেব।" কটাক্ষের সুরে শুভেন্দু অধিকারী আরও বলেন, “ত্রিপুরা বিধানসভা নির্বাচনে 'নোটা'র থেকেও কম ভোট পাবে তৃণমূল। আমরা তৃণমূলকে প্রতিদ্বন্দ্বী হিসেবেই মানছি না, সেই কারণেই ত্রিপুরায় দলীয় প্রচারে আমি কিংবা আমাদের কোনও নেতাই তৃণমূল শব্দটাই উচ্চারণ করেনি। আমার কথা মিলিয়ে নেবেন, ভোটের ফলাফলে তৃণমূল 'নোটা' র থেকেও কম ভোট পাবে।” উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর সঙ্গে গতকাল মঞ্চে উপস্থিত হয়েছিলেন খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়-সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ৷
+ There are no comments
Add yours