Ram Mandir: রাম মন্দির উদ্বোধনে নিমন্ত্রণ পেলেন বাবরি মসজিদ পক্ষের আইনজীবী ইকবাল আনসারি

রাম মন্দির উদ্বোধনের দিন হাজির থাকবেন বাবরি মসজিদের আইনজীবী ইকবাল আনসারি....
sundar_pichai_and_satya_nadela(1)
sundar_pichai_and_satya_nadela(1)

মাধ্যম নিউজ ডেস্ক: রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলায় মুসলিম পক্ষের আইনজীবী ইকবাল আনসারিকে আমন্ত্রণ জানানো হল তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে। ইকবাল আনসারি জানিয়েছেন যে তিনি ঐদিন মন্দির উদ্বোধনে হাজির থাকবেন। প্রসঙ্গত, রামলালার মূর্তিতে (Ram Mandir) প্রাণ প্রতিষ্ঠা করবেন খোদ নরেন্দ্র মোদি। আগামী ২২ জানুয়ারি হবে অনুষ্ঠান। বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে আনসারির বাড়িতে শুক্রবারই যায় এক প্রতিনিধি দল। প্রসঙ্গত, ইকবাল আনসারির বাড়ি অযোধ্যার রামপথের পাশেই কোটি তলাতে। সেখানেই এদিন আনসারির হাতে নিমন্ত্রণপত্র তুলে দেন বিশ্ব হিন্দু পরিষদের পদাধিকারীরা। শুক্রবার নামাজের পরেই এই নিমন্ত্রণ পত্র গ্রহণ করেন আনসারি। প্রসঙ্গত, গত ৫ অগাস্ট ২০২০ সালে রাম মন্দিরের (Ram Mandir) ভূমি পূজনের সময়ও হাজির ছিলেন ইকবাল আনসারি।

ইকবাল আনসারির বাবা ছিলেন এই মামলার পুরনো আইনজীবী

ইকবাল আনসারির বাবা হাসিম আনসারি ছিলেন রাম জন্মভূমি বাবরি মসজিদ বিতর্কের সব থেকে পুরনো আইনজীবী। ২০১৬ সালে ৯৫ বছর বয়সে হাসিম আনসারির মৃত্যু হলে ইকবাল আনসারী ঐ মামলা লড়তে শুরু করেন। রাম জন্মভূমি (Ram Mandir) তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে আমন্ত্রণপত্র পাওয়ার পরেই সাংবাদিকরা ইকবাল আনসারিকে ঘিরে ধরেন। তখন তিনি বলেন, ‘‘আমি খুবই খুশি যে অযোধ্যায় প্রভুর রামের মূর্তি বসতে চলেছে। আমরা মুসলিমরা রামকে আমাদের ইমাম-এ-হিন্দ হিসাবে গ্রহণ করেছি। আমরা খুবই খুশি, আমাদের হিন্দু ভাইদের খুশি দেখে।’’

৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর রোড শো'তে ফুলও ছুড়তেও দেখা যায় তাঁকে

এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘‘অযোধ্যাতে (Ram Mandir) হিন্দু মুসলমান একসাথে বসবাস করার রীতি রয়েছে দীর্ঘদিন ধরেই। ২০১৯ সালের ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে তা সারা দেশের মুসলিমরা মেনে নিয়েছেন। কোথাও কোনও রকমের বিক্ষোভ দেখা যায়নি। অযোধ্যার মানুষজন খুশি এবং আমিও খুব খুশি।’’ প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর অযোধ্যা বিমানবন্দরের উদ্বোধন করতে এসেছিলেন নরেন্দ্র মোদি। সেখানেও হাজির ছিলেন ইকবাল আনসারি। প্রধানমন্ত্রীর রোড শো'তে তাঁকে ফুলও ছুড়তে দেখা যায়।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles