মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় রেল নোটিশ পাঠাল বজরংবলীকে (Bajrangbali)। এ যেন পরেশ রাওয়াল ও অক্ষয় কুমার অভিনীত 'ও মাই গড' সিনেমার চিত্রনাট্য। ওই ছবিতে দেখা গেছিল, ভূমিকম্পে পরেশ রাওয়ালের দোকান ভেঙে পড়লে তিনি ভগবানের নামে কেস করেন, ইন্সুরেন্সের টাকা পাওয়ার জন্য।
কোথায় হল এমন কাণ্ড
জানা গিয়েছে, মধ্যপ্রদেশের মোরেনা জেলার সবলগড় শহরের ঘটনা এটি, যেখানে ভারতীয় রেল নোটিশ ধরিয়েছে খোদ বজরংবলীকে (Bajrangbali)। গত ৮ ফেব্রুয়ারি এই নোটিশ করা হয় বলে খবর পাওয়া গেছে রেলের সূত্রে। পরে তা নিয়ে শোরগোল শুরু হলে নোটিশ বদল করা হয় এবং নতুনভাবে তা মন্দিরের পুরোহিতের কাছে পাঠানো হয়। তবে বজরংবলীর কাছে এভাবে নোটিশ পাঠানোর ঘটনা কার্যত নজিরবিহীন। এমনকী সাত দিনের মধ্যে দখলমুক্ত করার কথাও লেখা হয় ওই নোটিশে। ওই নোটিশে আরও উল্লেখ করা হয়, দখলমুক্ত করার জন্য জেসিবি সহ অন্যান্য খরচ বজরংবলীর কাছ থেকেই নেওয়া হবে। আপনি বেআইনীভাবে ভারতীয় রেলের জায়গা দখল করে রেখেছেন, একথাও লেখা রয়েছে ওই নোটিশে।
কেন পাঠানো হল এমন নোটিশ
জানা গিয়েছে, ভারতীয় রেলের গোয়ালিয়র-শেওপুর শাখার ব্রডগেজ লাইনের কাজ চলছে। ওই ব্রডগেজ লাইনের ওপর ছিল বজরংবলীর (Bajrangbali) মন্দির। এদিকে সেখানে মন্দিরটি থাকায় রেললাইনের কাজে সমস্যা হচ্ছিল বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা। রেলের জায়গার উপরেই মন্দিরটি তৈরি করা হয়েছে বলে দাবি করা হয়েছে নোটিশে। তার জেরেই এবার মন্দিরটি সরিয়ে দেওয়ার জন্য় নির্দেশ দিয়েছে রেল।
রেলের আধিকারিকরা কী বলছেন
আধিকারিকদের মতে এটা একেবারেই স্বাভাবিক বিষয়। রেলের জমির ওপর বেআইনিভাবে কোনও কিছু নির্মাণ হলে, তার নোটিশ মালিকের কাছেই যাবে। এখানেও তাই হয়েছে। তবে পরবর্তীতে এই নোটিশ বদল করে মন্দিরের পুরোহিতের নামে করা হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।
+ There are no comments
Add yours