মাধ্যম নিউজ ডেস্ক: দুটি মালবাহী জাহাজের মুখোমুখি সংঘর্ষে (Accident) হুগলি নদীতে ডুবে গেল একটি বাংলাদেশী জাহাজ। জানা গেছে ডুবে যাওয়া জাহাজটি ছাই বোঝাই ছিল। কুলপি থানা এলাকার পয়লা নম্বর এলাকায় ঘটনাটি ঘটে। জানা গেছে, ছাই বোঝাই পণ্যবাহী জাহাজটি বাংলাদেশের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা আরেকটি পণ্যবাহী জাহাজ ধাক্কা মারে ওই জাহাজটিতে।
কখন ঘটে এই দুর্ঘটনা (Accident)
জানা গেছে, এদিন ভোর ৫টা নাগাদ এই দুর্ঘটনা (Accident) হয়েছে। কুয়াশার কারণেই দু’টি জাহাজের মধ্যে ধাক্কা লেগেছে বলে অনুমান করা হচ্ছে। ডুবন্ত জাহাজ থেকে ৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন: কত টাকা রয়েছে হৈমন্তীর কাছে? ইডি-র দাবি শুনলে চোখ কপালে উঠবে!
পুলিশ কী বলছে
ঘটনা জানাজানি হতেই হুগলী নদীর ধারে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়েই ঘটনাস্থলে আসে কুলপি থানার পুলিশ। ডুবন্ত জাহাজের ৯ জনকে উদ্ধার করে কুলপি থানাতে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, শনিবার ভোর ৫টা নাগাদ কুলপি থানার অন্তর্গত হুগলি নদীর পয়লা নম্বর এলাকায় এই দুর্ঘটনাটি (Accident) ঘটেছে। হুগলি নদী দিয়ে একটি ছাইবোঝাই জাহাজ বাংলাদেশের দিকে যাচ্ছিল। সে সময় আর একটি মালবাহী জাহাজ উল্টো দিক থেকে এসে জাহাজটিকে মুখোমুখি ধাক্কা মারে। এর জেরে ছাইবোঝাই জাহাজটির একাংশ ভেঙে যায় এবং ধীরে ধীরে ওই জাহাজটি হুগলি নদীতে তলিয়ে যেতে থাকে। স্থানীয়রা চোখের সামনে এই ঘটনা দেখে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে। ডুবন্ত জাহাজটি থেকে ৯ জন কর্মীকে উদ্ধার করেছেন স্থানীয়েরা। কুয়াশার জেরেই এই দুর্ঘটনা (Accident) বলে প্রাথমিক অনুমান পুলিশের।
আরও পড়ুন: বেহালায় হৈমন্তীর ফ্ল্যাটের সামনে উদ্ধার ‘রোল নম্বর’ লেখা কাগজ! শিক্ষক নিয়োগের কি?
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours