Mahishadal Rath Yatra: বাংলার ২৪৭ বছরের প্রাচীন রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে মহিষাদলে

মহিষাদলের রথযাত্রায় সিসিটিভি, ড্রোন ক্যামেরা!
Mahishadal_Rathayatra
Mahishadal_Rathayatra

মাধ্যম নিউজ ডেস্ক: পুরীর মতো বাংলার বিখ্যাত হল মহিষাদলের রথযাত্রা (Mahishadal Rathayatra)। বাংলা থেকে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীতে গিয়ে রথাযাত্রা উৎসবে যোগদান করেছিলেন। শ্রীচৈতন্যদেব পুরীর নীলাচলে আত্মলীন হয়েছিলেন বলে জানা যায়। বাংলায় প্রাচীন রথযাত্রাগুলির মধ্যে মহিষাদলের রথযাত্রা হল অত্যন্ত সুপ্রাচীন।

ইতিহাসে রথযাত্রা

রথের প্রসঙ্গ উঠলেই প্রথমে আসে পুরীর নাম। কিন্তু মাহেশের রথের (Mahishadal Rathayatra) কথা জানেন কি? পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথও ঐতিহ্যের দিক থেকে কোনও অংশেই পিছিয়ে নেই। ইতিহাস ঘাঁটলে অন্তত তেমনই জানা যায়। এই রথের বয়স ২৪৭ বছর। এই রথ আজও একই রকম ঐতিহ্য বহন করে চলেছে। মহিষাদল রাজ পরিবারের পৃষ্ঠপোষকতায় এই রথের যাত্রা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য এই রাজপরিবার থেকেই ১৭৩৮ সালে রাজা হন যুবরাজ আনন্দলাল উপাধ্যায়। ৩১ বছর রাজত্ব করার পরে তিনি মারা গেলে, তাঁর স্ত্রী রানী জানকী এই রথের দায়িত্ব নেন। তিনিই ১৭৭৬ সাল থেকে এই রথযাত্রা শুরু করেন।

কেমন হয় রথযাত্রা?

সেই সময় এই রথে (Mahishadal Rathayatra) ১৭টি চূড়া ছিল। চাকার উচ্চতা ছিল ৬ ফুট। এই রথ তৈরিতে সে সময় খরচ হয়েছিল ৬৪ হাজার টাকা। পরে এই রথের চূড়া কমে ১৩টি করা হয়। ২০১৭ সালে এই রথকে নতুন ভাবে সাজিয়ে তোলা হয়, তখন খরচ হয়েছিল ২৮ লক্ষ টাকা। এক মাস ধরে এই রথের মেলা চলে মহিষাদলে। রাজ পরিবার ও মহিষাদল সমিতির যৌথ উদ্যোগে এই রথযাত্রা চলে। এই মেলায় হাজার মানুষের ভিড় হয়। এই মেলায় বিভিন্ন শিল্পীরা ভিড় করেন। নানা রকমের হস্তশিল্প থেকে খাওয়া দাওয়া, সব মিলে একেবারে জমে ওঠে মহিষাদলের রথযাত্রা।

এলাকার বিধায়কের বক্তব্য

এলাকার বিধায়ক বলেন, এই রথ (Mahishadal Rathayatra) অনেক পুরানো ঐতিহ্যবাহী। প্রশাসনের তরফ থেকে আগত সকল ভক্তবৃন্দের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে সিসিটিভি, ড্রোন ক্যামেরা লাগানো হবে বলে জানান তিনি।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles