BJP Murder: ভোটের আগে দিনহাটায় ফের খুন বিজেপি কর্মী! প্রশ্নের মুখে রাজ্যের আইন-শৃঙ্খলা

পঞ্চায়েত ভোট ঘোষণার পর ৯ দিনে ৭ খুন রাজ্যে......
Untitled_design(39)
Untitled_design(39)

মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই খুনোখুনি চলছে রাজ্য জুড়ে। এবার উত্তরবঙ্গের দিনহাটায় খুন বিজেপি প্রার্থীর দেওর। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নং ব্লকের কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের টিয়াদহ এলাকায়। পরিবারের অভিযোগ, শনিবার গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় তাঁকে। বাড়ির অদূরে ক্ষতবিক্ষত অবস্থায় রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুন (BJP Murder) করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। পুলিশ জানিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম শম্ভু দাস। তাঁর বউদি বিশাখা দাস এবার পঞ্চায়েত ভোটে বিজেপির প্রার্থী হয়েছেন।

আরও পড়ুন: রাজ্যপাল ঘুরে যাওয়ার পরও থমথমে রয়েছে ভাঙড়, রুটমার্চ পুলিশের

কী বলছেন নিহতের বাবা?

জানা গিয়েছে, মৃতের বউদি বিশাখা দাস দিনহাটার কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের ১৪৯ নম্বর বুথের বিজেপি প্রার্থী। পরিবারের অভিযোগ, গতকাল অর্থাৎ শনিবার রাতে কয়েক জন এসে তাঁর দেওরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাজনৈতিক কারণেই এই খুন বলে মনে হচ্ছে। কারণ নিহতের (BJP Murder) বাবা বলেন, ‘‘আমার ছেলে বিজেপি পার্টি করত। তৃণমূলের লোকেরা গভীর রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে।’’ এই নিয়ে পঞ্চায়েত ভোটের আগে ৯ দিনে ৭টি খুনের ঘটনা ঘটল। দিনহাটার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনেছে বিজেপি।

কী বলছেন বিজেপির দিনহাটা শহর সভাপতি?

দিনহাটা বিজেপির শহর সভাপতি অজয় রায় বলেন, ‘‘বিধানসভা ভোটের পর যে সন্ত্রাস শাসক দল করেছিল, পঞ্চায়েত ভোটের পর তা বহুগুণ বেড়েছে। দিন কয়েক আগেই বাড়ির মধ্যে আমাদের এক কর্মীকে গুলি করে খুন করে তৃণমূল কর্মীরা। তারপরেই আবার এই ঘটনা।’’

আরও পড়ুুন: বিজেপি প্রার্থীদের বেধড়ক মার, আক্রান্ত মন্ত্রী নিশীথ প্রামাণিক, অভিযুক্ত তৃণমূল

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles