DA: ডিএ নিয়ে সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যকে আলোচনায় বসার নির্দেশ হাইকোর্টের

৭ এপ্রিল কর্মী সংগঠনের তিন সদস্যের সঙ্গে আলোচনায় বসতে হবে রাজ্যকে...
Employees-during-a-protest-in-Kolkata-on-Monday-Partha-Paul
Employees-during-a-protest-in-Kolkata-on-Monday-Partha-Paul

মাধ্যম নিউজ ডেস্ক: ডিএ (DA) সংক্রান্ত বিষয়ে সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারকে আলোচনায় বসার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কেন্দ্রীয় হারে ও বকেয়া ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে শহিদ মিনার চত্বরে চলছে আন্দোলন। প্রাপ্য ডিএ না পাওয়ায় কর্মবিরতি পালনও করেছেন তাঁরা। বৃহস্পতিবার ফের ডাক দেওয়া হয়েছে কর্মবিরতির। পালন করেছেন ধর্মঘটও। এসব কারণে একাধিক সরকারি প্রতিষ্ঠানে কাজে ব্যাঘাত ঘটেছে বলে অভিযোগ।

ডিএ (DA) মামলা...

এরই প্রতিবাদে হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার এই মামলায় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের নির্দেশ, ১৭ এপ্রিল কর্মী সংগঠনের তিন সদস্যের সঙ্গে আলোচনায় বসতে হবে রাজ্যকে। আলোচনা (DA) যাতে ফলপ্রসূ হয়, সে দিকেও নজর রাখার নির্দেশ দিয়েছে আদালত। ডিভিশন বেঞ্চের মন্তব্য, ডিএ সংক্রান্ত জটিলতার বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এদিন শুনানি চলাকালীন জরুরি পরিষেবা সচল রয়েছে কিনা, জানতে চান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। হাসপাতালগুলির অবস্থা নিয়েও প্রশ্ন করেন। বিচারপতির প্রশ্নের উত্তরে অ্যাডভোকেট জেনারেল জানান, জরুরি পরিষেবা সব চলছে। সব দফতরে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা গ্রহণের ব্যবস্থা নেই বলেও জানান তিনি।

আরও পড়ুুন: 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত'-এর লক্ষ্যে কাজ করে যান! বিজেপির প্রতিষ্ঠা দিবসে বার্তা মোদির

এর পরেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, তাহলে নির্দিষ্ট করে কীভাবে জানবেন কতজন কর্মী দফতরে এসেছেন, আর কাজ করছেন?  বিচারপতির পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টে এই মামলা বিচারাধীন। কর্মচারি সংগঠনগুলি তার জন্য অপেক্ষা করতে পারছে না? এখনই কেন কর্মবিরতির মতো পদক্ষেপ? মামলাকারীর দাবি, কর্মবিরতির ফলে ৪৩৬ কোটি টাকার ক্ষতি হবে। এটা তো ভাবার বিষয়। এর জন্য অবিলম্বে সমাধান প্রয়োজন। ১৫ দিন পর আবার এমন পদক্ষেপ করলে তখন কী হবে? কর্মচারি (DA) সংগঠনের তরফে আইনজীবী জানান, এই আন্দোলনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেছেন। তারই প্রতিবাদে বৃহস্পতিবার কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরেই বেঞ্চ আলোচনায় বসার নির্দেশ দেয় রাজ্যকে। বেঞ্চের মন্তব্য, ডিএ সংক্রান্ত জটিলতার বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles