Menaka Gambhir: রক্ষাকবচের মেয়াদ শেষ অভিষেকের শ্যালিকা মেনকার, হস্তক্ষেপ করল না হাইকোর্ট

Menaka Gambhir: মেনকা গম্ভীর বিদেশ যেতে পারবেন না, নির্দেশ কলকাতা হাইকোর্টের।
menoka
menoka

মাধ্যম নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীরের (Menaka Gambhir) বিদেশ যাওয়ার আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ তাঁর এই আর্জি খারিজ করে দেয়। সুতরাং সিঙ্গল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, সেটাই বহাল রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেনকা গম্ভীর। কারণ তাঁর মা অসুস্থ। আর এই কারণ দেখিয়ে ব্যাংকক যাওয়ার অনুমতি চেয়েছিলেন তিনি।

আরও পড়ুন: হঠাৎ মধ্যরাতে আইনজীবীকে নিয়ে ইডি দফতরে হাজির মেনকা গম্ভীর! কেন?

রক্ষাকবচের মেয়াদ শেষ মেনকার

কয়লা পাচার মামলায় ইডির জিজ্ঞাসাবাদের তালিকায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা (Menaka Gambhir)। মেনকা গম্ভীরকেও ইডি কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল দিল্লিতে। ইডির নির্দেশ পাওয়া মাত্রই মেনকা গম্ভীর দারস্থ হন কলকাতা হাইকোর্টের। এবং সেই মামলার শুনানিতে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল ইডির আঞ্চলিক অফিস কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে মেনকা গম্ভীরকে। পাশাপাশি মেনকার বিরুদ্ধে কোনরকম কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ফলে নির্দিষ্ট সময় পর্যন্ত তাঁর স্বস্তি ছিল। কিন্তু আজকের দিনে মেনকা গম্ভীরের কোনও রক্ষাকবচ নেই।

হাইকোর্টের দেওয়া রক্ষাকবচের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। সিঙ্গল বেঞ্চের নোটিশের ওপর ভিত্তি করেই এদিন হাইকোর্টে বিদেশযাত্রার আবেদন করেন অভিষেকের শ্যালিকা (Menaka Gambhir)। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায় প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চেও। মেনকা ভারতীয় নাগরিক না হয়েও নিজেকে ভারতীয় নাগরিক ঘোষণা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এছাড়াও ইডির আবেদনে আপাতত হস্তক্ষেপ করল না হাইকোর্ট (Calcutta High Court)। উল্লেখ্য, সেই রক্ষাকবচ খারিজের দাবিতেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। তবে জানা গিয়েছে, মেনকা নতুন করে সিঙ্গল বেঞ্চেই আবেদন করতে পারবেন এবং সেখানেই মামলাটি খারিজ করতে হবে। ফলে আদালত না খোলা পর্যন্ত স্বস্তি পেল মেনকা (Menaka Gambhir)।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles