Chinese Spy Balloon: মার্কিন আকাশে চিনা গুপ্তচর বেলুন! পরমাণু অস্ত্র ঘাঁটিতে চিনের নজরদারি, দাবি পেন্টাগনের

Chinese Spy Balloon: এই ঘটনায় মার্কিন-চিন সম্পর্ক নতুন করে অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Chinese_Spy_Balloon_(1)
Chinese_Spy_Balloon_(1)

মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকার আকাশে চিনা গুপ্তচর বেলুন! সূত্রের খবর, মার্কিন পরমাণু অস্ত্র ঘাঁটিতে নজরদারি চালাচ্ছে চিনা গুপ্তচর বেলুন। এমনটাই দাবি করেছে পেন্টাগন। বেলুনটি গুলি করে নামানোর কথা বিবেচনা করেছিলেন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ও অন্যান্য পদস্থ সেনাকর্তারা। কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে বিরত থাকেন। বেলুনটিকে গুলি করে নামানোর চেষ্টা হলে বড় ধরণের ক্ষতির আশঙ্কা করছেন মার্কিন প্রশাসন। এই ঘটনায় মার্কিন-চিন সম্পর্ক নতুন করে অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও এই ঘটনায় নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

পেন্টাগনের তরফে কী বলা হল?

পেন্টাগন বৃহস্পতিবার দাবি করেছে, যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর দিয়ে উড়ে যাওয়া একটি চিনা গুপ্তচর বেলুনকে ট্র্যাক করেছে। মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেনের বেইজিং সফরের কয়েকদিন আগেই এই ঘটনা ঘটল৷ পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্র সরকার একটি উচ্চ-নজরদারি বেলুন শনাক্ত করেছে এবং সেটি ট্র্যাক করছে, যেটি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় রয়েছে।" রাইডার আরও জানান, "নোরাড এটিকে নিবিড়ভাবে ট্র্যাক করছে ও পর্যবেক্ষণ করে চলেছে৷" তিনি বলেন, বৃহস্পতিবার মন্টানার উপরে বেলুনটি দেখা গিয়েছে।

আরও পড়ুন: ‘রাষ্ট্রবাদী সংখ্যালঘু মুসলিমদের সঙ্গে বিজেপির কোনও বিরোধী নেই’, সাফ জানালেন শুভেন্দু

তবে এই ঘটনাই প্রথম নয়। পেন্টাগনের তরফে বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, অতীতেও এই ধরণের গুপ্তচর বেলুন দেখা গিয়েছিল মার্কিন ভূখণ্ডে। কিন্তু সেই সময় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায়, তথ্য সংগ্রহের কাজে ব্যর্থ হয়েছিল বলে দাবি। বেলুনটির সর্বশেষ অবস্থান সম্পর্কে প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর। জানা গিয়েছে, চিনা গুপ্তচর বেলুনটি কয়েক দিন আগে আমেরিকার আকাশসীমায় ঢুকেছিল এবং গোয়েন্দারা এর উপস্থিতি শনাক্ত করতে সক্ষম হন। তবে যে উচ্চতা দিয়ে বেলুনটি উড়ছে, তাতে খুব বেশি তথ্য গোয়েন্দা সংগ্রহ করতে পারবে না বলে মনে করা হচ্ছে।

মার্কিন ভূখণ্ডে চিনা গুপ্তচর বেলুন ওড়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মন্টানার বাসিন্দারা। আর তা পোস্ট করার সঙ্গে সঙ্গে হয়েছে ভাইরাল। বৃত্তাকার সন্দেহজনক বেলুটি দেখতে ধূসর রংয়ের।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles