মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই বড়দিন। শনিবার বিকেল থেকেই পার্কস্ট্রিট, বো-ব্যারাক, ক্যাথিড্রালে মানুষের ঢল নেমেছে। উৎসবের মরসুমেই আবারও চিন-সহ বিশ্বের নানা প্রান্তে থাবা বসিয়েছে করোনা। ভারতে এখনও পর্যন্ত কোভিডের বাড়বাড়ন্ত দেখা না গেলেও আগেভাগেই সতর্ক থাকতে চাইছে কেন্দ্র। ইতিমধ্যে রাজ্যের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সতর্ক মেট্রো কর্তৃপক্ষ
বড়দিন, নিউ-ইয়ারে বিশেষ করে বিকেলের পর থেকেই মানুষের যাতায়াত বাড়তে থাকে মেট্রো পথে। তাই বাড়তি ভিড় সামাল দিতে একগুচ্ছ পদক্ষেপ করল কলকাতা মেট্রো। বাড়ানো হচ্ছে কাউন্টার। পাশাপাশি বছরের শেষ সপ্তাহে মেট্রোয় নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য যাবতীয় ব্যবস্থা নিয়েছে মেট্রোরেল। কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, পার্ক স্ট্রিটমুখী যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে সমস্যা এড়াতে মেট্রো কাউন্টারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, পার্ক স্ট্রিট, ময়দান এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি, পার্ক স্ট্রিট এবং দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে চারটি অতিরিক্ত বুকিং কাউন্টার খোলা হয়েছে। বাড়তি টোকেন এবং স্মার্ট কার্ড রাখা হয়েছে ওই দু'টি প্রান্তিক মেট্রো স্টেশনে। বড়দিনে পার্ক স্ট্রিট, দক্ষিণেশ্বর, দমদম, ময়দান, রবীন্দ্র সদন, এসপ্ল্যানেডের মতো স্টেশনগুলিতে উচ্চপদস্থ মেট্রো আধিকারিক এবং চিফ ট্রাফিক সুপারভাইজাররা উপস্থিত থাকবেন। সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে মেট্রো সঠিকভাবে চলছে কিনা, সেদিকে নজর রাখবেন এক অফিসার। । প্রতিটি যাত্রীকে কোভিড প্রটোকল মেনে চলার আবেদন জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজ করা-সহ করোনা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ মেনে চলার কথা জানিয়েছে কলকাতা মেট্রোরেল।
আরও পড়ুন: বড়দিনে বেশ কিছু ট্রেন বাতিল শিয়ালদহ-রানাঘাট শাখায়
চার্চগুলির তরফে সতর্ক-বার্তা
শহরের গির্জাগুলির তরফে পূণ্যার্থী এবং দর্শনার্থীদের কোভিড বিধি মেনে চলার জন্য আর্জি জানানো হয়েছে। পাশাপাশি বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের ভিড় এড়ানোর পরামর্শ দিয়েছেন গির্জার প্রধানরা। বো ব্যারাকের বড়দিনের উৎসব অনুষ্ঠানের আয়োজকরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পূণ্যার্থী এবং দর্শনার্থীদের সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পড়া প্রভৃতি কোভিড বিধি মেনে চলার আবেদন জানিয়েছেন। মানিক তলার ডাফ চার্চের ফাদার বিশ্বজিৎ বিশ্বাস জানান, ‘বড়দিনের আগে আমরা গির্জা স্যানিটাইজ করব। গির্জার ভিতরে যারা বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করবেন তাদের অবশ্যই মাস্ক পড়তে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours