Cruelty Against Animals: দিল্লিতে অন্তঃসত্ত্বা কুকুরকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪ কলেজ ছাত্র

প্রায় ২৫ জন মিলে এই কুকুরটির উপর হামলা চালিয়েছে বলে সূত্রের খবর
DELHI-DOG-KIILING
DELHI-DOG-KIILING

মাধ্যম নিউজ ডেস্ক: অন্তঃসত্ত্বা একটি কুকুরকে লাঠি হাতে মারছে চার যুবক(Cruelty Against Animals)। একটি ভাইরাল হওয়া ভিডিও তে এমনই অমানবিক দৃশ্য দেখল পুরো দেশ। গুরুতর ভাবে আহত ঐ সারমেয়টির মৃত্যু হয়েছে। খোদ রাজধানী দিল্লির বুকে ঘটে যাওয়া এই ঘটনা দেখে স্তম্ভিত সভ্য সমাজ। প্রায় ২৫ জন মিলে এই কুকুরটির উপর হামলা চালিয়েছে বলে সূত্রের খবর(Cruelty Against Animals)। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে পশুপ্রেমীরা।নিউ ফ্রেন্ডস কলোনির পুলিশ এই ঘটনায় এফআইআর দায়ের করেছে। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা পুলিশকে জানিয়েছে,কুকুরটি দিনরাত চিৎকার করত,এতে নাকি তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল। ভিডিও তে দেখা যাচ্ছে,বেসবলের ব্যাট,লাঠি,লোহার রড ইত্যাদি দিয়ে কুকুরটিকে আঘাত করছে অভিযুক্তরা। 

পুলিশের এফআইআর কী বলছে

পুলিশের এফআইআর অনুযায়ী, প্রায় ২৫ জন মিলে একটি গর্ভবতী কুকুরের উপর অত্যাচার চালিয়েছে(Cruelty Against Animals)। তারা সকলে দক্ষিণ পূর্ব দিল্লির ডন বস্কো টেকনিক্যাল ইনস্টিটিউটের পড়ুয়া ও কর্মী বলেই জানা গিয়েছে। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে একটি টিনের শেড দেওয়া ঘর রয়েছে। সেখানে ওই ভীত, সন্ত্রস্ত গর্ভবতী কুকুরটিকে নিয়ে যাওয়া হয়। সেখানে এক ছাত্র রড হাতে ওই টিনের ঘরে ঢোকে। বাকিরা বাইরে থেকেই উল্লাস করছিল। সেখানে এক ব্যক্তিকে এও বলতে শোনা যায়, ‘মারো ওকে’(Cruelty Against Animals)।

সমাজের বিভিন্ন অংশের প্রতিক্রিয়া

তবে কুকুরটিকে মেরেই শান্ত হয়নি ওই ২৫ জনের দল। মৃত, রক্তাক্ত কুকুরের দেহ টেনে হেঁচড়াতে নিয়ে যেতেও দেখা গিয়েছে(Cruelty Against Animals)। এই গোটা ঘটনার ১৫ মিনিটের একটি  ভিডিয়ো শনিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।  সমাজকর্মীরা এই ঘটনায় কঠোর পদক্ষেপের জন্য সরব হন। এই ঘটনায় অভিযুক্ত সব পড়ুয়াদের বহিষ্কারের দাবি তুলেছেন সমাজের বিভিন্ন অংশের মানুষজন। শুধু তাই নয়। এই ঘটনায় প্রতিষ্ঠানের পড়ুয়াদের পাশাপাশি কর্মীরাও জড়িত থাকার কারণে প্রতিষ্ঠানের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার দাবি তুলেছেন তাঁরা।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles