মাধ্যম নিউজ ডেস্ক: দৌলতাবাদ দুর্গ (Daulatabad Fort) ফিরে পেতে পারে তার পুরানো নাম। নয়া নাম হতে পারে দেবগিরি (Devgiri)। শনিবার মহারাষ্ট্রের (Maharasthra) পর্যটন মন্ত্রী মঙ্গল প্রভাত লোধা বলেন, মহারাষ্ট্র পর্যটন দফতর ঔরঙ্গাবাদ শহরে অবস্থিত দৌলতাবাদ দুর্গের পুরানো নাম দেবগিরি করার প্রস্তাব জমা দেবে। এদিন হায়দ্রাবাদ দিবস উপলক্ষে দৌলতাবাদ দুর্গ চত্বরে অবস্থিত ভারত মাতা মন্দিরে তেরঙ্গা পতাকা উন্মোচনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মহারাষ্ট্রের পর্যটন মন্ত্রী। ওই অনুষ্ঠান শেষেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দৌলতাবাদ দুর্গের নাম বদলের কথা বলেন তিনি।
এদিন মন্ত্রী বলেন, এই দুর্গ দৌলতাবাদ একা দেবগিরি। এটি এখনও দৌলতাবাদ দুর্গ নামে পরিচিত। তিনি বলেন, রাজ্য পর্যটন দফতর এই দুর্গের নাম বদলে দেবগিরি দুর্গ করার প্রস্তাব জমা দেবে। মন্ত্রী বলেন, এই জায়গায় হায়দ্রাবাদ মুক্তি সংগ্রাম দিবস উপলক্ষে প্রথমবারের জন্য তেরঙ্গা উন্মোচন করা হল। এবার থেকে প্রতিবার এই দিনে এই পতাকা উত্তোলন করা হবে। ঐতিহাসিকদের মতে, এক সময় এই দুর্গের নাম ছিল দেবগিরি। চতুর্দশ শতাব্দীতে মহম্মদ তুঘলক দুর্গের দেবগিরি নাম বদলে করেন দৌলতাবাদ। পরবর্তীকালে দুর্গের পরিচিত হয় কুবাতুল ইসলাম নামে এবং এই নামে চালু হয় মুদ্রাও।
আরও পড়ুন :মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে লড়া উচিত মহা বিকাশ আঘাড়ি জোটের, মত পাওয়ারের
ঔরঙ্গাবাদ শহর থেকে ১৪ কিলোমিটার দূরে রয়েছে এই দুর্গ। বর্তমানে এটি একটি ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ হিসেবে বিবেচিত হয়। সৌধের দেখভাল করে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ। বর্তমানে মহারাষ্ট্রের ক্ষমতায় রয়েছে শিবসেনার একনাথ শিন্ডের সরকার। উপমুখ্যমন্ত্রী বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ। এঁদের আগে মুখ্যমন্ত্রী ছিলেন শিবসেনারই উদ্ধব ঠাকরে। এই উদ্ধব ঠাকরে সরকার ঔরঙ্গাবাদের নামকরণ করেছিলেন শম্ভজিনগর। পরবর্তীকালে একনাথ শিন্ডে দেবেন্দ্র ফড়নবিশের সরকার এর আগে জুড়ে দেয় ছত্রপতি শব্দটি। তাই ঔরঙ্গাবাদ এখন ছত্রপতি শম্ভজিনগর নামে পরিচিত। ১৯৪৮ সালের এই দিনে ভারতীয় সশস্ত্র বাহিনী নিজাম শাসিত হায়দ্রাবাদ আক্রমণ করে। তার পরেই হায়দ্রাবাদ সংযুক্ত হয় ভারত ভূখণ্ডে। সেই সংযুক্তির দিনটি ফি বছর হায়দ্রাবাদ মুক্তি সংগ্রাম দিন হিসেবে পালিত হয়। মহারাষ্ট্রের মারাঠাওয়াদা অঞ্চলটি এক সময় হায়দ্রাবাদের অন্তর্ভুক্ত ছিল।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours