Awas Yajona: দলের লোক ভুল করলেও সেটা ভুল! আবাস দুর্নীতি প্রসঙ্গে সরব দেব

রাজনীতি মানে মানুষের পাশে থাকা। তাঁদের বিপদে সাহায্য করা।
dev
dev

মাধ্যম নিউজ ডেস্ক:  আবাস দুর্নীতি প্রসঙ্গে এবার সরব তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। ঘাটালে এক অনুষ্ঠানে আবাস দুর্নীতি নিয়ে দেব বলেন,“যাঁদের মাথায় ছাদ নেই,তাঁরা পাচ্ছেন না। যাঁদের পাকা বাড়ি আছে, তাঁরা বাড়ি পাচ্ছেন।’’ এটা ঠিক নয়। আরও একধাপ এগিয়ে দেবের মন্তব্য, ‘‘যেটা ভুল,সেটা ভুল। আমার দল করুক কিংবা অন্য দল করুক। যাঁদের প্রাপ্য, যাঁরা সত্যিই গরিব মানুষ, তাঁদের পাওয়া উচিত।”

সরগরম রাজ্য-রাজনীতি

প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে, বাংলায় এসেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিনিধি দল। পূর্ব মেদিনীপুরে ভগবানপুর, খেজুরির বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। ভগবানপুর ১ নম্বর ব্লকে, বিডিও অফিসের সামনে, বিক্ষোভের মুখেও পড়েন তাঁরা। গাড়ি ঘিরে দেখানো হয় বিক্ষোভ! কেন্দ্রের আরও একটি প্রতিনিধি দল রয়েছে মালদায়। এরই মধ্যে তৃণমূল সাংসদ দেবের এই মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য-রাজনীতি। বিজেপি নেতাদের মন্তব্য,আবাস নিয়ে যে দুর্নীতি হয়েছে, সেখানে তাঁর দলের লোকই যে জড়িত,তা সাংসদ বুঝতে পারছেন। তাই বিবেকবানের মতো কথা বলেছেন। অন্যদিকে, তৃণমূলের তরফে দেবকে ভবিষ্যতে সংযত থাকার পরামর্শ দিয়েছেন অনেকে। আবার অনেকে সাংসদের সঙ্গে সহমত পোষণ করেছেন।

আরও পড়ুন: ২০২৪ সালের জানুয়ারির মধ্যেই হয়ে যাবে রাম মন্দির, ত্রিপুরায় ঘোষণা শাহের

হিংসার রাজনীতি নয়

সোমবার নিজের লোকসভা কেন্দ্র ঘাটালে একাধিক কর্মসূচিতে যোগ দেন তৃণমূল সাংসদ দেব। দাসপুরে দাঁড়িয়ে রাজ্য রাজনীতির একাধিক বিষয় নিয়ে মুখ খোলেন টলিউড সুপাররস্টার। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে দেবের প্রজাপতি। এই সিনেমায় দেবের সঙ্গী ছিলেন বিজেপিতে নাম লেখান মিঠুন চক্রবর্তী। এদিন নিজের দলের নীচু তলার কর্মীদের বার্তা দিতে আরও একবার সেই মিঠুনের সঙ্গে অভিনয় করার বিষয়টিই তুলে আনেন তৃণমল সাংসদ। এ দিন ফের ‘প্রজাপতি’ ছবির প্রসঙ্গ টেনে দেব বলেন, “আমরা যদি ভাল থাকতে পারি, তা হলে গ্রামের মানুষ কেন ভাল থাকবেন না? রাজনীতি মানে মানুষের পাশে থাকা। তার জন্য যদি মারপিট, রক্তারক্তি করতে হয়, সেই রাজনীতি আমি বিশ্বাস করি না।” দেবের সোজা কথা, “তুমি একটা দল করছ মানে এই নয়, বাকি দলগুলো তোমার শত্রু।” পঞ্চায়েত ভোটের আগে দলীয় কোন্দল প্রসঙ্গেও এ দিন দেবকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “আমি তো দলের মুখপাত্র নই। তবে নিজেদের মধ্যে গোলমাল করবেন না। আপনার যদি শরীর খারাপ হয়, তখন আপানার পাশের লোক, তিনি যে দলই করুন, তাঁরাই প্রথমে ছুটে আসবেন।” রাজনীতি করলেও সংস্কৃতি যে মানুষকে ভালবাসতে শেখায় এদিন ফের সেই বার্তাই দিলেন অভিনেতা দেব।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles