মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করলেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন নরেন্দ্র মোদির (Narendra Modi) কথা বলতে গিয়ে বলেন, "দারুণ কাজ করেছেন। ভারতে তাঁর থেকে ভাল বন্ধু আর কেউ ছিল না।" ২০২৪ সালে ফের হোয়াইট হাউজের দখল পেতে পারেন বলেও বিশ্বাসী তিনি। ট্রাম্পকে প্রশ্ন করা হয়, আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা, বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন এবং তাঁর সময়কালের মধ্যে ভারতের সঙ্গে কোন সময় সম্পর্ক সবথেকে ভাল ছিল? এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি মনে করি আমার সময় সম্পর্ক সব থেকে ভালো ছিল। আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জিজ্ঞাসা করতে পারেন। উত্তর পাবেন রাষ্ট্রপতি ট্রাম্পের থেকে ভাল সম্পর্ক আর কারও সঙ্গে ছিল না।”
আরও পড়ুন: দেড় বছর পর ওয়াশিংটনে, আবারও প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
ফের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটে লড়াইয়ে তিনি আবার নামবেন কি না, তার জবাবে ট্রাম্প বলেন, “সকলে চাইছেন আমি লড়াইয়ে নামি। আমি লড়াইয়ের শীর্ষে রয়েছি। এ বিষয়ে আগামী দিনে সিদ্ধান্ত নেব।”
ভারতীয়দের মধ্য়ে তাঁর বিপুল জনপ্রিয়তা নিয়েও গর্ব করেছেন ট্রাম্প। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সুসম্পর্কের কথাও বার বার উল্লেখ করেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট থাকার সময় হাউস্টনে মোদির ভাষণ দেওয়ার বিষযটিও উল্লেখ করেছেন তিনি। এ ব্যাপারে ট্রাম্প বলেছেন, “আমার সঙ্গে ভারতের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দারুণ সম্পর্ক ছিল। আমরা বন্ধু ছিলাম। আমি মনে করে উনি সেরা ব্যক্তি এবং দারুণ কাজ করেছেন। কিন্তু তাঁর কাজ অত সহজ ছিল না। আমরা একে অপরকে অনেক দিন ধরেই জানি।”
আরও পড়ুন: তিস্তা জলবণ্টন চুক্তি চাইছেন হাসিনা, জাতীয় স্বার্থের কথা মাথায় রাখতে হচ্ছে মোদিকে
দ্বিতীয় বার যুক্তরাষ্ট্রের মসনদে বসবেন কী না সেই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “আমেরিকার জন্য শক্তিতে স্বাধীনতা দরকার। আমেরিকার বিষয়ে আমি বলতে পারি, আমেরিকা শক্তিক্ষেত্রে স্বাধীন হওয়ার দিকে এগোচ্ছে। আমরা অর্থনৈতিক ভাবে আরও শক্তিশালী হতে চাই। আমি ক্ষমতায় এলে এমন বেশ কিছু কাজ করব, যা গত ২ বছর ধরে হচ্ছে না।”
২০১৯ সালে মোদি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে আমেরিকায় মোদিকে সম্বোর্ধনা দিতে 'হাউডি মোদি' অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ট্রাম্প। তার কিছুদিন পরেই ২০২০ সালের শুরুর দিকে মোদির আমন্ত্রণে গুজরাট এসেছিলেন তিনি। মোদি-ট্রাম্প বন্ধুত্বের কথা কারোরই অজানা নয়। তা আরও একবার নিজেই স্বীকার করে নিলেন ট্রাম্প।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours