Xiaomi: বিদেশি মুদ্রা আইন লঙ্ঘন! চিনা মোবাইল সংস্থা শাওমিকে নোটিশ ধরাল ইডি

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে একটি ট্যুইট করে জানানো হয়েছে, শাওমি ইন্ডিয়া বিদেশি মুদ্রা বিনিময় আইন (ফেমা) লঙ্ঘন করেছে
1500x900_2876248-untitled-40-copy
1500x900_2876248-untitled-40-copy

মাধ্যম নিউজ ডেস্ক: এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে রেডারে চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা শাওমি (Xiaomi)। ইডির অভিযোগ, বিদেশি মুদ্রা বিনিময় আইন লঙ্ঘন করেছে এই মোবাইল প্রস্তুতকারক সংস্থা। বিপুল টাকার লেনদেন করেছে তারা। ইতিমধ্যে কারণ দর্শানোর জন্য শাওমিকে শোকজ নোটিসও পাঠিয়েছে ইডি। চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থার পাশাপাশি, বিদেশি মুদ্রা বিনিময় আইন লঙ্ঘন করে ৫,৫৫১ কোটি টাকা লেনদেন নিয়ে ইডি কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে তিনটি বিদেশি ব্যাঙ্ককেও।

আরও পড়ুন: ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য, ১১ কোটি বাড়িতে জলের লাইন! অভাবনীয় সাফল্য মোদি সরকারের

ইডির ট্যুইট..
 

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে একটি ট্যুইট করে জানানো হয়েছে, শাওমি (Xiaomi) ইন্ডিয়া বিদেশি মুদ্রা বিনিময় আইন (ফেমা) লঙ্ঘন করেছে। জানা গিয়েছে, শাওমি ইন্ডিয়ার সিএফও সমীর রাও এবং প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর মনু জৈনকে শোকজও করেছে ইডি। ইতিমধ্যে, ফেমা আইনের ৩৭এ ধারায় ওই অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন: ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য, ১১ কোটি বাড়িতে জলের লাইন! অভাবনীয় সাফল্য মোদি সরকারের

কোন কোন ব্যাঙ্ককে নোটিশ ধরাল ইডি?

ইডি সূত্রে খবর, নোটিশ পাঠানো হয়েছে সিটি ব্যাঙ্ক, এইচএসবিসি এবং ডয়েশ ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে। এই তিনটি ব্যাঙ্কের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে ফেমা আইন মোতাবেক তদন্ত শেষ করেছে ইডি। তারপরেই কারণ দর্শানোর জন্য চিঠি পাঠানো হয়েছে সংস্থাগুলিকে।

আরও পড়ুন: ফের অশান্ত মণিপুর! জঙ্গি হামলার বলি ৩, সিট গঠন সিবিআই-এর

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles