img

Follow us on

Sunday, Jan 19, 2025

Social Work Course: সমাজ সেবায় ডিপ্লোমা কোর্সে ভর্তির আবেদন চলছে

২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য এখনই আবেদন করা যেতে পারে। কোর্স ফি ২,০০০ টাকা।

img

সমাজ সেবায় ডিপ্লোমা কোর্সে ভর্তি

  2022-10-29 14:07:06

মাধ্যম নিউজ ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে , ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন (NCE)- বেঙ্গল এর স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক এন্ড কমিউনিটি সার্ভিস, সোশ্যাল ওয়ার্ক (Social Work) ও কমিউনিটি সার্ভিসের ছয় মাসের ডিপ্লোমা কোর্স করায়। বাংলা মাধ্যমে পড়াশোনা করতে হয়। শিক্ষাগত যোগ্যতা বলতে মাধ্যমিক বা সমতুল পাশ হলেই এই কোর্সে  ভর্তির আবেদন করা যায়। ভর্তির জন্য কোনো সর্বোচ্চ বয়সসীমা নেই । যে কোন বয়সের মানুষ এই কোর্সে ভর্তি হতে পারেন ।এই কোর্সের দুটি ভাগ আছে থিওরি  এবং প্রাকটিক্যাল। থিওরির বিষয় গুলি হলো - স্বাস্থ্য ও পুষ্টি , জনসংযোগ , আইন, অর্থনীতি,সমাজতত্ত্ব এবং কম্পিউটার। প্রাকটিকালে থাকে ১৫ দিনের ফিল্ড ওয়ার্ক।  ফিল্ড ওয়ার্কের জন্য পাঠানো হয় বিভিন্ন NGO তে। NGO গুলিই সাধারণত  ছাত্রছাত্রীদের কর্মসংস্থান এর ব্যবস্থা করে।

আরও পড়ুন: ৬ জন কনস্টেবল নেবে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ, বেতন কত জানেন?

২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য এখনই আবেদন করা যেতে পারে। কোর্স ফি ২,০০০ টাকা। শনি ও রবিবারে ক্লাস হয় দুপুর থেকে বিকাল অব্দি। ফর্ম পাওয়া যাবে ,কাউন্সিল এর অফিসে ( বেঙ্গল ল্যাম্প বাস স্টপ, ১৮৮, রাজা সুবোধ চন্দ্র মল্লিক রোড,  যাদবপুর, কলকাতা - ৭০০০৩২, ফোন - ০৩৩-২৪১৪-৬২৮২)। সোমবার থেকে শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা অবধি । ফর্মের দাম ১০টাকা। ভর্তি নেওয়া হবে ইন্টারভিউ এর ভিত্তিতে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Tags:

NCE

Socail Work Course