img

Follow us on

Saturday, Jan 18, 2025

Short-Term Course Benefits: স্বল্পমেয়াদী কোর্সের এত চাহিদা কেন? এগুলো করার সুবিধা কী কী?

Short-Term Course Benefits: প্রথাগত ডিগ্রি থেকেও পেশাগত দক্ষতা আজকের দিনে খুব জরুরি হয়ে পড়েছে...

img

স্বল্পমেয়াদী অনলাইন কোর্স (ছবি প্রতীকী)

  2022-11-18 15:58:23

মাধ্যম নিউজ ডেস্ক: প্রথাগত ডিগ্রি থেকেও পেশাগত দক্ষতা আজকের দিনে খুব জরুরি হয়ে পড়েছে। যে কোনও সংস্থা বা শিল্প, সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। দক্ষতা বৃদ্ধির এই কোর্সগুলোই সার্টিফিকেট বা কিছু ক্ষেত্রে ডিপ্লোমা কোর্স নামে পরিচিত। এই স্বল্পমেয়াদী কোর্সগুলোর (Short-Term Course Benefits) সুবিধা হল, এই কোর্সগুলো অনলাইনে করা যায়। 

করোনা অতিমারির পরে, সারা বিশ্বব্যাপী অনলাইন কাজকর্মের উপর নির্ভরতা বেড়েছে। ইন্টারনেটের যুগে ভারতবর্ষের প্রতিটি গ্রামেই এই স্বল্পমেয়াদী কোর্সগুলোর সুবিধা (Short-Term Course Benefits) নেওয়া যায়। এগুলি হয়তো রেগুলার মোডে বা অফলাইনে ভারতবর্ষের প্রতিটি গ্রাম বা শহরে সম্ভব নয়। কিন্তু, অনলাইন মোড হওয়ায় মফস্বল বা প্রত্যন্ত গ্রামের পড়ুয়ারাও তাই আজকে পাইথন ল্যাঙ্গুয়েজ, ওয়েব ডিজাইন, ডেটা সায়েন্সের বিভিন্ন কোর্সগুলো ঘরে বসে করতে পারছে।

একজন পড়ুয়া বা পেশাদারের কাছে স্বল্পমেয়াদী এই কোর্সগুলোর এত চাহিদা কেন? (Short-Term Course Benefits) আমরা এবার জানব।

১) ফ্লেক্সিবিলিটি

এই স্বল্প মেয়াদের অনলাইন কোর্সগুলোর (Short-Term Course Benefits) সুবিধা হল এগুলো ফ্লেক্সিবল হয়। নির্দিষ্ট সময়সীমার বাঁধন থাকে না। স্বল্পমেয়াদী এই কোর্সগুলোর আরও একটি সুবিধা হল, এখানে শিক্ষাগত যোগ্যতার অত বেশি বিধি-নিষেধ থাকে না। যে কোনও বয়সের মানুষই করতে পারেন। স্বল্পমেয়াদী এই কোর্সগুলো ছাত্ররা নিজেদের ছন্দেই শিখতে পারে। নিজেদের মনের মতো পরিবেশেই শেখা যায়। স্বল্পমেয়াদী কোর্সগুলোর সুবিধা, ডিগ্রির থেকেও এখানে বড় বিষয় হল দক্ষতা বৃদ্ধি। একেকজন ছাত্রের যে যেদিকে আগ্রহ থাকে সেই সমস্ত দিকগুলোতেই শিখতে পারে ছাত্ররা, এই স্বল্পমেয়াদী কোর্সের মাধ্যমে।

২) অল্প খরচ  

এই সমস্ত স্বল্পমেয়াদী কোর্সগুলোর সুবিধা হল (Short-Term Course Benefits) খুব কম খরচেই এগুলো করা যায়। যেকোনও প্রতিষ্ঠান থেকে কোর্স করতে গেলে যা খরচ হয়, অনলাইন স্বল্পমেয়াদী কোর্সগুলো অবিশ্বাস্যভাবে তার থেকে অনেক কম খরচে করা যায়‌। সরকারি কলেজ ছাড়া যে কোনও প্রফেশনাল কোর্স, কোনও ডিগ্রি কলেজ থেকে করতে গেলে কেমন খরচ হয় সে তো আমরা সকলেই জানি।

৩) কোর্স মনিটরিং

ছাত্ররা নিজেরাই এই স্বল্পমেয়াদী কোর্স ( Short-Term Course Benefits) মনিটরিং করতে পারবে। এই সমস্ত স্বল্পমেয়াদি কোর্সগুলোতে পড়ুয়ারা যেহেতু নিজেদের কোর্স নিজেরাই মনিটরিং করে তাই নিজেদের ভুল-ত্রুটিগুলোও তারা নিজেরাই সংশোধন করতে পারে।

৪) ব্যবহারিক জ্ঞানে জোর

ব্যবহারিক জ্ঞানের প্রতি বেশি ফোকাস দেওয়া হয় এই সমস্ত স্বল্পমেয়াদি কোর্সগুলোতে (Short-Term Course Benefits)। এই স্বল্পমেয়াদী কোর্সগুলো করার সুবিধা এখানে থিওরির থেকে বেশি প্রাকটিক্যাল এর উপর জোর দেওয়া হয়। যা পড়ুয়াদের  দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। এখন যেকোনও কাজে দক্ষতাটাই দেখা হয়। এই স্বল্পমেয়াদি কোর্সগুলো করার সুবিধা হল, এগুলো করার পরে আলাদাভাবে আর কোনও ট্রেনিং নিতে হয় না। কারণ এই কোর্সগুলো তৈরি হয় ব্যবহারিক জ্ঞানের উপর ভিত্তি করেই।

৫) আধুনিক যুগ অনুযায়ী দক্ষতা

NEW-AGE SKILLS বা আধুনিক যুগ অনুযায়ী দক্ষতার পাঠ পাওয়া যায়, এই স্বল্পমেয়াদী কোর্সগুলোতে (Short-Term Course Benefits)। ‘Future of Jobs Report 2018' এর উপর সমীক্ষা করেছিল World Economic Forum. সেখানে দেখা যায় এই স্বল্পমেয়াদী কোর্সগুলো New age skill-এর পাঠ দেয়। যাতে সহজেই পড়ুয়ারা চাকরি পেতে পারে এবং পেশাদার হয়ে উঠতে পারে।

Tags:

Short-Term Course Benefits

online professional courses Benefits

online professional courses

career growth tips

career tips


আরও খবর


খবরের মুভি