দরজায় কড়া নাড়ছে সিবিএসই (CBSE) বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: দরজায় কড়া নাড়ছে সিবিএসই (CBSE) বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা। ইতিমধ্যে বোর্ডের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার দিনক্ষণও স্থির করা হয়েছে। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা হবে। আজকে আমরা আলোচনা করব সিবিএসই (CBSE) বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় বিজ্ঞান বিভাগে কীভাবে ভালো রেজাল্ট করা যায় তার উপরে, যাতে ছাত্রছাত্রীরা ভাল নম্বর পেতে পারে।
১) পরীক্ষা পদ্ধতির সম্পর্কে নির্ভুল বিশ্লেষণ দরকার
সিলেবাসে কোন কোন বিষয় রয়েছে, বিগত বছরগুলিতে কোন কোন বিভাগ থেকে প্রশ্ন বেশি দেওয়া হয়েছে, প্রশ্নের ধরন, সর্বোচ্চ কত নম্বরের প্রশ্ন আসে এবং কতগুলি প্রশ্নের উত্তর পরীক্ষা কেন্দ্রে বসে করতে হয় সে সম্পর্কে স্বচ্ছ ধারণা পরীক্ষার্থীদের থাকতে হবে। তাহলেই ভালো রেজাল্ট সম্ভব।
২) পাঠ্য বই যত্ন সহকারে পড়তে হবে
বইয়ের প্রতিটি অধ্যায়কে নিখুঁতভাবে পড়তে হবে এবং সমস্ত টপিকগুলি ভালোমতো বুঝতে হবে। যেকোনও টপিক সম্পর্কে ধারণা স্বচ্ছ হলে প্রশ্নের উত্তর লিখতে সুবিধা হবে এবং বেশি সংখ্যক প্রশ্নের উত্তর লেখা যাবে।
৩) নোট তৈরি করতে হবে
পাঠ্যবই ভাল করে পড়ার পরে নোট তৈরি করতে হবে এবং যেগুলো বেসিক পয়েন্ট সেগুলোকে লিখে রাখতে হবে।
৪) টেস্ট পেপার অনুশীলন করতে হবে
বারবার অনুশীলন করতে হবে বিভিন্ন স্যাম্পেল প্রশ্নপত্রগুলিকে এবং প্র্যাকটিস সেটগুলিকে। যেগুলি মূলত সিবিএসই (CBSE) বোর্ডের সায়েন্স পরীক্ষার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, এগুলোতে বুঝতে সুবিধা হবে যে কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এবং নিজেদের দুর্বলতার দিকগুলিও সেখানে যাচাই করা সম্ভব হবে।
৫) টাইম ম্যানেজমেন্ট
টাইম ম্যানেজমেন্ট একটি খুব গুরুত্বপূর্ণ দিক। যেগুলি পরীক্ষার্থীদের খেয়াল রাখতে হবে তার কারণ সময় নির্দিষ্ট থাকে সম্পূর্ণ প্রশ্নপত্র শেষ করার জন্য। তাই কোন প্রশ্নের উত্তর লেখার জন্য কতটা সময় পাওয়া যায়, সেটা অবশ্যই জানতে হবে। সেইমতো বাড়িতে অভ্যাসও তৈরি করতে হবে।
৬) গাণিতিক সমস্যা এবং ডায়াগ্রাম ভালমতো অনুশীলন করতে হবে
পদার্থবিদ্যার ক্ষেত্রে ছাত্রদেরকে পদার্থবিদ্যার অঙ্কগুলি এবং ডায়াগ্রাম যেগুলি থাকবে সেগুলিকে নিয়মিতভাবে অনুশীলন করতে হবে।
কেমিস্ট্রির জন্য ছাত্রদেরকে ব্যালেন্স রিঅ্যাকশন এবং বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে হবে প্রিয়োডিক টেবিলের গুরুত্বপূর্ণ মৌলগুলিকেও মনে রাখতে হবে। তাদের গ্রুপ মনে রাখতে হবে।
বায়োলজির ক্ষেত্রে ছাত্রদেরকে প্র্যাকটিস করতে হবে বিভিন্ন ডায়াগ্রামগুলি এবং সেই ডায়াগ্রামের বিভিন্ন অংশের যে টার্ম, সেগুলোর নাম, সংজ্ঞা ইত্যাদি মনে রাখতে হবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Tags: