img

Follow us on

Friday, Nov 22, 2024

CBSE Result: অপেক্ষার অবসান, জুলাইয়ের শেষেই দশম ও দ্বাদশের ফল ঘোষণা করতে পারে সিবিএসই

পড়ুয়াদের কলেজে ভর্তি হওয়া নিশ্চিত করতে দশমের আগে সিবিএসই দ্বাদশের ফলও ঘোষণা করে দিতে পারে বলে মনে করছেন অনেকে।

img

সিবিএসই ফলাফল

  2022-06-30 12:41:25

মাধ্যম নিউজ ডেস্ক: সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE)-র দশম (10th) এবং দ্বাদশ (12th) শ্রেণির দ্বিতীয় টার্মের পরীক্ষার ফলাফল (Result) ঘোষণা করা হতে পারে জুলাইয়ের শেষে। এমনটাই জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। 

সিবিএসই-র দশম শ্রেণির দ্বিতীয় টার্মের পরীক্ষা শেষ হয়েছিল ২৪ মে। দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হয় ১৫ জুন। বেশির ভাগ রাজ্য বোর্ডগুলিই ইতিমধ্যে ফল ঘোষণা করে দিয়েছে। অপেক্ষায় রয়েছে কেন্দ্রীয় বোর্ডের ছাত্র-ছাত্রীরা। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, জুলাইয়ের শেষেই হতে পারে অপেক্ষার অবসান।  

নতুন ফর্ম্যাটে এবছর দশম ও দ্বাদশের শ্রেণির পরীক্ষা নিয়েছে সিবিএসই। বছরের শেষে একটি পরীক্ষার বদলে, এবার প্রতিটি ক্লাসের দুটো টার্মে পরীক্ষা নেওয়া হয়েছে। প্রথম টার্মের পরীক্ষা ছিল অবজেক্টিভ প্রশ্নের ওপর, দ্বিতীয় টার্মের পরীক্ষাটি হয়েছে সাবজেক্টিভ প্রশ্নের ওপর। জানানো হয়েছিল, দ্বিতীয় টার্মের ফলাফলের সঙ্গে একটি চূড়ান্ত ফলাফলও ঘোষণা করবে সিবিএসই। দুটি পরীক্ষার মধ্যে কোনটিতে কত ওয়েটেজ ধরা হবে, এ নিয়ে বিতর্ক এখনও অব্যহত। শিক্ষাবিদরা অনেকেই মনে করছেন, যে কোনও একটি টার্মের ভিত্তিতেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা উচিত। তাঁদের বক্তব্য, বছরভর অনলাইন ক্লাসের পর দুটো টার্মে পরীক্ষা নেওয়া বাস্তবসম্মত ছিল না, তাই যে কোনও একটি টার্মের ভিত্তিতেই ফল ঘোষণা করা উচিত।

আরও পড়ুন: সিবিএসই-র রেজাল্ট কবে? কী করে দেখবেন? জানুন 

পড়ুয়াদের পরামর্শ ছিল, যাতে অভ্যন্তরীণ মূল্যায়নে বেশি ওয়েটেজ ধরা হয়। তাঁরা দাবি জানিয়েছিলেন, পঞ্চাশ শতাংশ ওয়েটেজ থাকুক অভ্যন্তরীণ মূল্যায়নে। বাকি পঞ্চাশ শতাংশ প্রথম ও দ্বিতীয় টার্মে ভাগ করে দেওয়া হোক। নতুন ফর্ম্যাটে কীভাবে নম্বর দেওয়া হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন পড়ুয়া এবং অভিভাবকরা। 

আরও পড়ুন: আগামী শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা ব্যবস্থায় ফের বড় বদল আনছে CBSE

বোর্ডের তরফ থেকে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি। এর আগে বলা হয়েছিল যে দুটো টার্মে সমান ওয়েটেজ দেওয়া হবে। প্রথম টার্মে কাউকে ফেল করায়নি বোর্ড। ফলে সবাই দ্বিতীয় টার্মের পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন। করোনার জেরে যেসব পড়ুয়ারা কোনও টার্মের পরীক্ষাই দিতে পারেননি, তাঁদেরও ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে বোর্ড। কিন্তু প্রক্রিয়ার বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেনি সিবিএসই। 

জানা গিয়েছে, দশম শ্রেণির পড়ুয়ারা জুলাইয়ের প্রথম সপ্তাহেই চূড়ান্ত ফল জানতে পারবেন এবং দ্বাদশের ফল ঘোষণা হতে পারে তৃতীয় সপ্তাহে। কিন্তু বিভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ইতিমধ্যেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। তাই পড়ুয়াদের কলেজে ভর্তি হওয়া নিশ্চিত করতে দশমের আগে সিবিএসই দ্বাদশের ফলও ঘোষণা করে দিতে পারে বলে মনে করছেন অনেকে।  

cbse.gov.in এবং cbseresults.nic.in - এই দুটি ওয়েবসাইটে ফল দেখতে পাবেন পড়ুয়ারা।    

 

Tags:

CBSE

Board Exam

Result 2022

CBSE 10th Result

CBSE 12th Result


আরও খবর


খবরের মুভি